লাল-হলুদের আশায় জল ঢেলে লেসলি সরণী ঘেঁষে চলে গেলেন এক ফুটবলার

ইস্টবেঙ্গল ক্লাবের সামনে থেকে চলে গেলেন আরও এক ফুটবলার। ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব ওড়িশা ফুটবল ক্লাবে খেলবেন রেইনিয়ার ফার্নান্দেজ (Raynier Fernandes)। ভালো দল গঠনের আশায়…

Raynier Fernandes on loan to isl team Odisha FC

ইস্টবেঙ্গল ক্লাবের সামনে থেকে চলে গেলেন আরও এক ফুটবলার। ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব ওড়িশা ফুটবল ক্লাবে খেলবেন রেইনিয়ার ফার্নান্দেজ (Raynier Fernandes)।

ভালো দল গঠনের আশায় ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা কয়েকজন ফুটবলারের দিকে নজর রেখেছিলেন। যার মধ্যে রেইনিয়ার ফার্নান্দেজ ছিলেন বলে মনে করছেন কেউ কেউ। আগামী মরশুমে তিনি লাল হলুদ জার্সি পরে মাঠে নামছেন না। ওড়িশার ক্লাবের হয়ে তাঁকে ম্যাচ খেলতে দেখা যেতে পারে।

   

প্রায় ছয় ফিট উচ্চতার এই ভারতীয় মিডফিল্ডার ইতিমধ্যে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন। মোহনবাগানের হয়ে খেলার সময়েও আলোচনা হয়েছিল তাঁকে নিয়ে। ওয়ার্ক লোড নিতে পারেন। তাই তাঁর জন্য ভারতের একাধিক ক্লাব যে চেষ্টা চালাবে তাতে বিস্ময়ের কিছু নেই।

Raynier Fernandes

ইস্টবেঙ্গল কর্তারা হয়তো ভালো মানের ফুটবলারদেরই দলে নিতে চেয়েছিলেন। কিন্তু ক্লাবের দল গঠনের প্রক্রিয়াটাই যে থমকে গিয়েছে। বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে পাকা কথা এখনও হয়নি। ফলে ট্রান্সফার উইন্ডো খুলবে লাল হলুদ তাঁবুতে এখনও পাকাপাকিভাবে প্রবেশ করেননি নতুন কোনো খেলোয়াড়।

রেইনিয়ার কলকাতার মাঠকে চেনেন। প্রায় দুই বছর ভারতীয় ফুটবলের মক্কায় কাটিয়েছেন। ২০১৬-১৮ মরশুমে মোহনবাগানের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন। পরে যোগ দিয়েছিলেন মুম্বই সিটি ফুটবল ক্লাবে। সেখান থেকে গত মরশুমে ওড়িশা ফুটবল ক্লাবে লোনে ছিলেন। আগামী মরশুমেও তাই।