ফের সরকারি সংস্থাকে টাটার হাতে তুলে দিল কেন্দ্র

বিরোধীরা বারবার কেন্দ্রের বিরুদ্ধে বেসরকারিকরণের অভিযোগ তুললেও সেসবকে পাত্তা না দিয়ে একটি বড় সংস্থাকে বেসরকারি হাতে তুলে দিল সরকার। জানা গিয়েছে, ওড়িশা-ভিত্তিক নীলাচল ইস্পাত নিগম…

বিরোধীরা বারবার কেন্দ্রের বিরুদ্ধে বেসরকারিকরণের অভিযোগ তুললেও সেসবকে পাত্তা না দিয়ে একটি বড় সংস্থাকে বেসরকারি হাতে তুলে দিল সরকার।

জানা গিয়েছে, ওড়িশা-ভিত্তিক নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (এনআইএনএল) টাটা গ্রুপের একটি সংস্থার কাছে হস্তান্তর করা হচ্ছে। আর এই পুরো প্রক্রিয়াটি জুলাইয়ের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। টাটা স্টিলের একটি ইউনিট টাটা স্টিল লং প্রোডাক্টস (টিএসএলপি) চলতি বছরের জানুয়ারিতে ১২,১০০ কোটি টাকার এন্টারপ্রাইজ মূল্যে এনআইএনএল-এর ৯৩.৭১ শতাংশ শেয়ার অধিগ্রহণের জন্য বিড জিতেছিল।

অন্যদিকে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং জেএসডব্লিউ স্টিল লিমিটেডের জোটকে পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেছে টাটা। এখন শীঘ্রই রতন টাটার সংস্থা এটি পরিচালনা করবে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক টাটার এক আধিকারিক জানিয়েছেন, ‘লেনদেনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী মাসের মাঝামাঝি সময়ে এই বদলি করা উচিত। যেহেতু সংস্থাটিতে সরকারের কোনও অংশীদারিত্ব নেই, তাই বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ কোষাগারে জমা দেওয়া হবে না এবং এর পরিবর্তে ওড়িশা সরকারের চারটি সিপিএসই এবং দুটি পিএসইউতে চলে যাবে।’

 

নীলাচল ইস্পাত নিগম লিমিটেডের একটি সমন্বিত ইস্পাত কারখানা রয়েছে যার ক্ষমতা ওড়িশার কলিঙ্গনগরে ১.১ মেট্রিক টন। এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটিও বিপুল লোকসানে চলছে এবং ২০২০ সালের ৩০ মার্চ থেকে কারখানাটি বন্ধ রয়েছে।