Political controversy: বিজেপি থেকে তৃণমূলে এলেই ‘সুবিধা মিলবে’ বার্তায় দলত্যাগ হিড়িক

Gopal Seth

একে একে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর্ব লেগেই রয়েছে উত্তর ২৪ পরগণায়। বনগাঁ তৃণমূলের সাংগঠনিক সভাপতি গোপাল শেঠের (Gopal Seth) মন্তব্য ঘিরে বেড়েছে রাজনৈতিক (Political controversy) চাপানউতোর। তাঁর কথায়, বিজেপি করলে কোনও সুবিধা মিলবে না।

গোপাল শেঠ বলেন, বিজেপির যে লোকটা তৃণমূল করবে তাঁকে সুবিধা দেওয়া হবে। যে বিজেপি করবে তাকে সুবিধে দেওয়া হবে না।

   

যদিও গোপাল শেঠের এই মন্তব্য নতুন কিছু নয়। এর আগে গোবরডাঙার এক সভায় গোপাল শেঠ বলেন, প্রত্যেককে একটি করে কার্ড দেব। কোনও অফিসে গিয়ে সেই কার্ড দেখালে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এমনকি প্রশাসনিক অফিসেও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই বিতর্কের রেশ কাটতেই বেফাঁস মন্তব্য করে বসলেন বনগাঁর জেলা সাংগঠনিক সভাপতি। বিজেপির দাবি, মানুষ বিধানসভায় বিজেপিকেও ভোট দিয়েছে। তাঁদের বঞ্চিত করা হচ্ছে। আসলে চাপ দিয়ে দলবদলের কাজ চলছে।

অন্যদিকে, শুক্রবার দলবদলের জেরে উত্তর ২৪ পরগণার গ্রাম পঞ্চায়েত হাতছাড়া করেছে বিজেপি। এরই মধ্যে গাইঘাটার ২ নম্বর পঞ্চায়েতের তিন জন বিজেপি ছাড়লেন। তাঁদের বক্তব্য, রাজ্যের উন্নয়নে শামিল হতেই দলবদল করলেন তাঁরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন