Coal Scam: কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমুলী বিনয় মিশ্রর বিরুদ্ধে হুলিয়া

কয়লা পাচার কাণ্ড (Coal Scam) নিয়ে জল গড়িয়েছে বহুদূর। এবার বিনয় মিশ্রর বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। বিনয়ের সম্পত্তি বাজেয়াপ্তর কাজ শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা…

Hulia issued against TMC leader Binoy Mishra

কয়লা পাচার কাণ্ড (Coal Scam) নিয়ে জল গড়িয়েছে বহুদূর। এবার বিনয় মিশ্রর বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। বিনয়ের সম্পত্তি বাজেয়াপ্তর কাজ শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

হুলিয়া জারি করে নোটিশ দেওয়া হয়েছে বলেও জানিয়ে জানা গিয়েছে। প্রাক্তন যুব তৃণমূল নেতাকে ইতিমধ্যেই ফেরার ঘোষণা করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

২০ জুন এর মধ্যে বিনয় মিশ্রকে আদালতে হাজির হওয়ার শেষ সুযোগ দেওয়া হয়েছে। এবার বিনয় মিশ্রের নামে হুলিয়া জারি করে বিভিন্ন সংবাদপত্রে নোটিশ জারি করল সিবিআই।

গোরু ও কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র বর্তমানে দেশছাড়া। সে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপে আছে। কয়লা-কাণ্ডে নাম জড়াতেই দেশ ছেড়ে পালায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা বিনয় মিশ্র। গোরু পাচারের সঙ্গেও বিনয়ের জড়িত থাকার একাধিক ‘প্রমাণ’ সিবিআইয়ের হাতে এসেছে।

সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে কোটি-কোটি টাকার কয়লা ও গোরু পাচারকাণ্ডে অভিযুক্ত ফেরার বিনয়ের নামে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।