Dev : গরু পাচার কাণ্ডে তৃণমূল সংসদ দেবকে তলব করল সিবিআই

গরু পাচার কাণ্ডে বড় খবর। দেবকে (Dev) তলব করল সিবিআই (CBI)। বুধবার সন্ধ্যার খবর, ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ডেকে পাঠিয়েছি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর,…

Dev cbi

গরু পাচার কাণ্ডে বড় খবর। দেবকে (Dev) তলব করল সিবিআই (CBI)। বুধবার সন্ধ্যার খবর, ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ডেকে পাঠিয়েছি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সূত্রের খবর, দেবকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। বেশ কিছু দিন ধরেই গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মনে করা হচ্ছে তদন্ত চলাকালীন করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সেখানেই হয়তো উঠে এসেছে দেবের । যদিও ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। 

সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে একাধিক তথ্য হতে এসেছে তাদের। করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সেখানেই উঠে আসে ঘাটালের নাম। কোন পথ দিয়ে গরু পাচার হতো সে ব্যাপারেও গোয়েন্দা সংস্থার কাছে কিছু খবর এসেছে বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত আরও খবর, ঘাটালের রাস্তা দিয়ে গরু পাচার চালানো হতো বলে মনে করছে সিবিআই। দেব সেখানকার সংসদ। তাই এ ব্যাপারে তাঁর বক্তব্য শুনতে চাইছেন তদন্তকারীরা। এর আগে গ্রেফতার করা হয়েছে এনামুল হককে। বিএসএফের কমান্ডিং অফিসার সতীশকেও করা হয়েছে গ্রেফতার।