বাবা ছেলের একসঙ্গে হাতেখড়ি

কলকাতা: একসঙ্গে হতে চলেছে বাবা ছেলের হাতেখড়ি। ক্যামেরার পিছনে থাকছে পিতা। আর ক্যামেরার সামনে পুত্র। পিতা-পুত্রের এই জুটি নিয়ে তোলপাড় পরে গিয়েছে টলিপাড়ায়। ‘কলকাতা ৯৬’…

rahul-banerjee

কলকাতা: একসঙ্গে হতে চলেছে বাবা ছেলের হাতেখড়ি। ক্যামেরার পিছনে থাকছে পিতা। আর ক্যামেরার সামনে পুত্র। পিতা-পুত্রের এই জুটি নিয়ে তোলপাড় পরে গিয়েছে টলিপাড়ায়। ‘কলকাতা ৯৬’ এখন টলিপাড়ার হট টপিক।

প্রথম বার ছবি পরিচালনা করতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ছেলে সহজ অভিনয়ের প্রথম পাঠ শিখবে। ক্যামেরার পিছনে আসার প্রস্তুতি অনেক দিন ধরেই নিচ্ছেন রাহুল। এই ছবি রাহুলের কাছে অনেক দিক থেকেই স্পেশ্যাল। প্রথম পরিচালনা তো বটেই, উপরি পাওনা সহজকে নির্দেশনা দেওয়া। ‘কাহিনিতে সহজের বয়সের একটা চরিত্র রয়েছে। তাই ওকে নেওয়ার কথা ভাবলাম।’ ছেলের ডেবিউ নিয়ে প্রিয়াঙ্কা সরকারের প্রতিক্রিয়া কী? রাহুল বললেন, ‘‘ও খুশি। বাবার ছবি দিয়েই ছেলের হাতেখড়ি হওয়ায় বেশি খুশি।’’ ছবির বাকি কাস্টিং চূড়ান্ত না হলেও ঋত্বিক চক্রবর্তী থাকছেন। রাহুল সব সময়েই বলে থাকেন, ঋত্বিককে ছাড়া তিনি ছবি ভাবতে পারেন না।

‘কলকাতা ৯৬’ ফুটে উঠবে তিন দিনের গল্প। দক্ষিণ কলকাতার এক পরিবারে তিনটে দিন যা ঘটে যায়, তাই এই ছবিতে দেখানো হবে। রাহুল আরও জানান, ১৯৯৬ সালে ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসে সেঞ্চুরি করেছিল। যা বাঙালির আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। লড়াই করতে শিখিয়েছিল। আমার এই ছবিতে এই ঘটনা অনুঘটকের মতো কাজ করবে। তবে ‘ এটা সৌরভের বায়োপিক নয়, একেবারেই সাধারণ মানুষের গল্প’ তা আগেই জানিয়েদিয়েছেন রাহুল।

ছবির গল্পের জন্য প্রয়োজন ছিল এক শিশুর চরিত্রের। রাহুল সেই চরিত্রের জন্যই বেছে নিয়েছেন সহজকে। ছেলেকে নির্দেশনা দিতে পেরে দারুণ খুশি অভিনেতা। রাহুলের কাছে ‘কলকাতা ৯৬’ শুধু প্রথম ছবি নয়, ছেলের প্রথম অভিনয়ের কারণেও স্পেশাল হয়ে থাকবে। জানা গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে‘কলকাতা ৯৬’-এর শুটিং শুরু হবে।