Dinhata : উত্তপ্ত দিনহাটা, উদয়ন বলেছিলেন ‘দুয়ারে প্রহার ‘

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহার (Dinhata)। প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম-বিজেপি-তৃণমূল। জানা গিয়েছে, বুধবার সকালে প্রথমে বাম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসেন। অভিযোগ,…

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহার (Dinhata)। প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম-বিজেপি-তৃণমূল।

জানা গিয়েছে, বুধবার সকালে প্রথমে বাম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসেন। অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা বাম প্রার্থীদের মনোনয়নে বাধা দেন। এমনকি তাঁদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

   

এই ঘটনা হওয়ার সঙ্গেই ঘটনাস্থলে হাজির হন বিজেপি প্রার্থীরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়েই এসডিও অফিসে বিজেপি প্রার্থীরা ঢুকে যান। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তিন পক্ষের একাধিক আহত হয়েছেন বলে খবর।  রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী। বিক্ষোভ হঠাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

তৃণমূল শিবিরের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে কেন বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে ঢুকলেন? তৃণমূল কংগ্রেস বিধায়ক  উদয়ন গুহর বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে কীভাবে মনোনয়ন জমা দিতে পারেন বিজেপি প্রার্থীরা? এটা বেআইনি।

অন্যদিকে উদয়ন গুহর ‘দুয়ারে প্রহার’ বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির দাবি, যিনি নাকি বলেন প্রকাশ্যে দুয়ারে প্রহার হবে, তাহলে তাঁর অনুগামীরা কী করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই

সম্প্রতি এক কর্মীসভায় উদয়ন গুহ বলেন, দলের মধ্যে থেকে কেউ যদি বিশ্বাসঘাতকতা করেন, তাহলে তাঁদের জন্য দুয়ারে প্রহার প্রকল্প চালু হবে।