চুল ভালো রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন 4টি ঘরোয়া শ্যাম্পু

homemade shampoos

চুলকে ভালো রাখার জন্য আমরা কত কিছুই না করে থাকি । কিন্তু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে চুল ভীষণ সুন্দর থাকবে ।এর জন্য আপনাকে বাড়িতে শ্যাম্পু (shampoos) বানিয়ে নিতে হবে । তবে এর জন্য বেশী ঝামেলা পোহাতে হবেনা ।অল্প কিছু উপাদান ব্যবহার করে আপনি আপনার চুলকে সুন্দর করে তুলতে পারবেন ।

১) আ্যলোভেরা শ্যাম্পু – আগের দিন রাতে একটি লোহার পাত্রে রিঠা ভিজিয়ে রাখতে হবে ।পরদিন এই জল ভালো করে হাতে চটকে নিয়ে ফোটাতে হবে ।এরপর ছাঁকনির সাহায্যে রিঠার খোসা ছেঁকে ফেলে দিতে হবে ।এরপর এতে আ্যলোভেরা জেল ভালো করে মিশিয়ে শ্যাম্পু করতে হবে ।

   

২) জবাফুলের শ্যাম্পু – আগের দিন রাতে রিঠা ভিজিয়ে রাখতে হবে ।পরদিন এই রিঠার জল ফোটাতে হবে । এর মধ্যে ৫টি জবাফুল দিয়ে ভালোকরে আবার ফুটিয়ে নিতে হবে । এরপর ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখলেই তৈরী হয়ে যাবে জবা ফুলের শ্যাম্পু ।

৩) মেথি শ্যাম্পু – আগের দিন রাতে রিঠা ভিজিয়ে রাখুন ।এর মধ্যে এক চামচ মেথি দিয়ে দিন । পরদিন জলটা ভালো করে ফুটিয়ে ছেঁকে নিলেই রেডি মেথি শ্যাম্পু ।

৪) আমলকি শ্যাম্পু – আগের দিন লোহার পাত্রে রিঠা ভিজিয়ে রাখুন । পরদিন ওই জলে ১/২ কাপ আমলকীর রস ভালো করে মিশিয়ে নিন । এরপর ফুটিয়ে ছেঁকে নিন । তাহলেই রেডি আমলকীর শ্যাম্পু ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন