ধূপকাঠি শরীরের কী কী ক্ষতি করে জানেন?

পুজো হোক বা শুভ অনুষ্ঠান, সুগন্ধী ধূপকাঠি (incense sticks ) ছাড়া ভাবাই যায় না। কিন্তু জানেন কি, ধূপকাঠির ধোঁয়া কী মারাত্মক ক্ষতি করতে পারে? ধূপকাঠিতে…

incense sticks

পুজো হোক বা শুভ অনুষ্ঠান, সুগন্ধী ধূপকাঠি (incense sticks ) ছাড়া ভাবাই যায় না। কিন্তু জানেন কি, ধূপকাঠির ধোঁয়া কী মারাত্মক ক্ষতি করতে পারে? ধূপকাঠিতে সুন্দর গন্ধ তৈরিকরতে এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, যার থেকে হতে পারে নানা মারণ রোগ। দেখে নিন কী সেগুলি?

জেনেটিক মিউটেশন: ‘সাউথ চায়না ইউনিভার্সিটির্সি ‘র গবেষক রং ঝউয়ের মতে, ধূপকাঠির মধ্যে ক্ষতিকর রাসায়নিক জেনোটক্সিন জিনের (ডিএনএ, আরএনএ) সমূহক্ষতি করে।জেনাটক্সিনকে বলা হয় ‘মিউটাজেন’ যা ‘মিউটেশন’ বা জিনগত তথ্যের মধ্যে বদল আনতে পারে, যার ফলে ক্যানসার বা নানা রকম জটিল জিনগত রোগ শরীরে বাসা
বাঁধতে পারে।

হাঁপানি: ‘ইউনিভার্সিটির্সি অব নর্থ ক্যার্থরোলিনা’-র একটি গবেষণায় দেখা গিয়েছে, ধূপকাঠি জ্বালালে তার থেকে ক্ষতিকর কার্বনর্ব মনোক্সাইড, ফরম্যালডিহাইড এবংনাইট্রোজেনের অক্সাইড তৈরি হয় যা ফুসফুসে গিয়ে হাঁপানি এবং সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসিস)-র মতো রোগ তৈরি করে।

অ্যালার্জি: র্জি ধূপের ধোঁয়া থেকে চোখ এবং ত্বকের নানা অ্যালার্জি জনিত সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। বাড়তে পারে ডারমাটাইটিস বা একজিমার মতো ত্বকের প্রদাহজনিত রোগ।

হৃদরোগ: সমীক্ষায় দেখা গিয়েছে যারা প্রতিদিন বাড়িতে ধূপকাঠি জ্বালান তাঁদেতাঁ র মধ্যে ১০ শতাংশের মৃত্যু হয় হৃদরোগে । ১২ শতাংশের মধ্যে সম্ভাবনা থাকে স্ট্রোক হওয়ার। রক্তচাপ বৃদ্ধি এবং হার্টের নানা দূরারোগ্য রোগও শরীরে বাসা বাঁধতে পারে বলে মত গবেষকদের।

শ্বাসনালীর সমস্যা: ধূপকাঠির ধোঁয়ায় থাকে দূষিত পদার্থ যা শ্বাসনালীর মাধ্যমে শরীরে ঢুকে ফুসফুসের নানা ক্ষতি করে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন অনেকক্ষণ ধূপকাঠি জ্বালিয়ে তার সামনে বসে থাকলে সর্দি, কাশি ছাড়াও শ্বাসের সমস্যা হতে পারে।