Bangladesh: ভয়াবহ রানা প্লাজা দুর্ঘটনায় হাজারের বেশি শ্রমিকের মৃত্যু, মামলায় মাত্র ১ সাক্ষী!

বিশ্বের অন্যতম আলোচিত শিল্প দুর্ঘটনার একটি হলো বাংলাদেশের (Bangladesh) ‘রানা প্নাজা ট্রাজেডি’। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার কাছে রানা প্লাজা নামে বা়ণিজ্যিক বহুতল ভেঙে সহস্রাধিক…

বিশ্বের অন্যতম আলোচিত শিল্প দুর্ঘটনার একটি হলো বাংলাদেশের (Bangladesh) ‘রানা প্নাজা ট্রাজেডি’। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার কাছে রানা প্লাজা নামে বা়ণিজ্যিক বহুতল ভেঙে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু হয়েছিল। এই মর্মান্তিক দুর্ঘটনার ৯ বছর পরেও মামলার অগ্রগতি কচ্ছপের থেকেও ধীর গতিতে চলছে বলে অভিযোগ।

রানা প্লাজা দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের হিসেবে মোট নিহতের সংখ্যা ১১৩৪ জন। বেসরকারি হিসেবে আরও বেশি। রানা প্নাজা মামলার নিষ্পত্তি ও ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশের বিভিন্ন পোশাক শিল্প শ্রমিক সংগঠন প্রতিবাদে সামিল। দুর্ঘটনার বর্ষপূর্তিতে তারা অবস্থান করে

রানা প্লাজা ধসে ১১শর বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় করা দুটি মামলার বিচার শেষ হয়নি ৯ বছরেও। দুটি মামলায় ২০১৬ সালে আসামিদের বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা হলেও ঢাকার আদালতে বিচারের কোনও অগ্রগতি হয়নি।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসের পর দিন ঢাকার সাভার থানা পুলিশ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে প্লাজার মালিক সোহেল রানা সহ ২১ জনকে আসামি করে একটি মামলা করে। এই মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে মাত্র একজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় মামলাটি স্থগিত।

রানা প্লাজা দুর্ঘটনার মামলায় প্রধান আসামি সোহেল রানা ছাড়া বাকিরা কেউ জামিন পেয়েছে বা অনেকেই পলাতক।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামিরা নানাভাবে বিচার বাধাগ্রস্ত করছে। একই মামলায় কিছু আসামি পৃথকভাবে আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে দফায় দফায় স্থগিতাদেশ নিচ্ছে। ফলে দুটি মামলার বিচার থমকে রয়েছে। আরও জানানো হচ্ছে, করোনা সংক্রমণ পরিস্থিতির কারণেও প্রায় দুই বছর আদালতের কার্যক্রমে স্থবিরতা ছিল। সাক্ষীদের অনেককেই এখন তাদের ঠিকানায় পাওয়া যাচ্ছে না।