Kashmir: উপত্যকায় পা রাখার আগেই প্রধানমন্ত্রীর সভাস্থলের ১২ কিমি দূরে ঘটল বিস্ফোরণ

নাশকতার আশঙ্কার মাঝেই রবিবার উপত্যকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কেন্দ্রীয় সূত্রে খবর, এদিন তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করতে জম্মু-কাশ্মীরে পৌঁছবেন। প্রায় ২০ হাজার…

নাশকতার আশঙ্কার মাঝেই রবিবার উপত্যকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কেন্দ্রীয় সূত্রে খবর, এদিন তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করতে জম্মু-কাশ্মীরে পৌঁছবেন। প্রায় ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে আজ। তবে এরই মাঝেই অজানা বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা।

জম্মুর পল্লী গ্রাম থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে – যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার একটি সমাবেশে যোগ দেবেন সেখানে একটি বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে পুলিশ। লালিয়ানা গ্রামে একটি উল্কাপিণ্ড বা বজ্রপাতের জেরে একটি বরসড় গর্ত তৈরি হয়েছে বলে অনুমান করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন জম্মুর সিনিয়র পুলিশ সুপার চন্দন কোহলি।

   

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ বিস্ফোরণের শব্দ শুনতে পান সকলে। লালিয়ানা গ্রামটি জম্মু জেলার বিশনাহ তহসিলে অবস্থিত, ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরে যেখানে প্রধানমন্ত্রী মোদী একটি বিশাল সমাবেশে ভাষণ দেবেন। বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে শুক্রবার সুঞ্জওয়ানে নিরাপত্তাকর্মীদের বাসে জঙ্গি হামলার পর কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই হামলায় এক নিরাপত্তাকর্মী শহীদ ও বেশ কয়েকজন আহত হন। দুই জৈশ সন্ত্রাসী – যারা এই হামলা চালিয়েছিল – তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।