UK: ব্রিটেনে তীব্র রাজনৈতিক সংকটের মাঝে পদত্যাগ প্রধানমন্ত্রীর

আর সইলনা প্রধানমন্ত্রীত্ব। পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস্ট (Liz Truss)। ব্রিটেনে তৈরি প্রবল রাজনৈতিক সংকট। (UK) ব্রিটিশ কনজারভেটিভ পার্টির হয়ে লিজ ট্রাস ক্ষমতায় বসেন…

আর সইলনা প্রধানমন্ত্রীত্ব। পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস্ট (Liz Truss)। ব্রিটেনে তৈরি প্রবল রাজনৈতিক সংকট। (UK)

ব্রিটিশ কনজারভেটিভ পার্টির হয়ে লিজ ট্রাস ক্ষমতায় বসেন মাত্র ৪৫ দিন আগে। তিনি প্রধানমন্ত্রী পদে বসার পরপরই প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। লিজ ট্রাস ব্রিটেনের গণতান্ত্রিক ইতিহাসে সবথেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদে থাকলেন বলে জানা যাচ্ছে।

  • ব্রিটেনে ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন মার্গারেট থ্যাচার 
  • দ্বিতীয় ব্রিটিশ মহিলা প্রধানমন্ত্রী  হন থেরেসা মে
  • তৃতীয় ব্রিটিশ মহিলা প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস
  • তিন ব্রিটিশ মহিলা প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির

লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন পূর্বতন বরিস জনসনের পদত্যাগের পর কনজারভেটিভ পার্টির অন্তর্দলীয় ভোটাভুটিতে চূড়ান্ত ধাপে জয়ী হয়ে। তিনি পরাজিত করেন ভারতীয় বংশজাত ঋষি সুনককে। ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির জামাতা সুনক কি এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ? উঠছে এই প্রশ্ন।

করোনা সংক্রমণের সময় বিশ্বজোড়া লকডাউন চলছিল। তার মাঝে ততকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গোপনে মদ্যপান পার্টি করেছিলেন। লকডাউন নি়য়ম ভেঙে তাঁর সেই পার্টির খবর সংবাদমাধ্যমে ফাঁস হয়। সেই ধাক্কায় জনসন হারান প্রধানমন্ত্রীর পদ।

বরিস জনসন পরবর্তী প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। তিনি ক্ষমতায় আসার পরেও দলীয় গোষ্ঠিদ্বন্দ্ব ও রাজনৈতিক সংকটে জর্জরিত হচ্ছিলেন। মিনি বাজেট পেশ ঘিরে তিনি আরও বিতর্কের মুখে পড়েছিলেন। দলীয় গোষ্ঠিবাজিতে তিতিবিরক্ত হয়ে চাপের মুখে পদত্যাগ করলেন লিজ ট্রাস।