Kim jong Un: পরপর মিসাইল ছুঁড়ে আত্মহারা কিম, ভয়ে মাটির তলায় জাপানিরা

…বোম ফেলেছে জাপানি! যেভাবে একদিন ভারতীয়রা জাপানি বোমারু বিমানের হামলায় জীবন বাঁচাতে উদ্ভ্রান্ত হয়ে নিরাপদ আশ্রয় নিতে ছুটেছিলেন, কলকাতায় জাপানি বোমা পড়েছিল- ইতিহাসের চাকা ঘুরে…

North Korean leader Kim observes missile test to boost nuclear capabilities

…বোম ফেলেছে জাপানি! যেভাবে একদিন ভারতীয়রা জাপানি বোমারু বিমানের হামলায় জীবন বাঁচাতে উদ্ভ্রান্ত হয়ে নিরাপদ আশ্রয় নিতে ছুটেছিলেন, কলকাতায় জাপানি বোমা পড়েছিল- ইতিহাসের চাকা ঘুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো তেমনই পরিস্থিতি এখন জাপানে। মিসাইল আতঙ্কে জাপানবাসী ঢুকে পড়ছেন মাটির তলায়। তাঁরা ইঁদুরের মতো সেঁধিয়ে গেছেন। কারন মিসাইল ছুঁড়ছে (Kim Jong Un) কিম জং উন।

  • পরপর মিসাইল চার্জ কিমের
  • ভয়ে জাপানবাসী মাটির তলায়
  • উত্তর কোরিয়ার মিসাইল হামলায় বিশ্বে আলোড়ন
  • দু’দিনে ২৫টি মিসাইল হামলার নতুন নজির

Japan Times জানাচ্ছে, উত্তর কোরিয়ার মিসাইল এর আগে জাপানের উপর দিয়ে উড়ে গেছিল। তখন থেকেই সতর্কতা চলছে। এবার সরাসরি জাপানের জলসীমায় বিস্ফোরণ হয়েছে উত্তর কোরিয়ার মিসাইলগুলি। এর ফলে টোকিও সহ পুরো জাপান জুড়ে জারি বিশেষ সতর্কতা। উত্তর কোরিয়ার পরপর মিসাইল হামলা চলছে বুধবার থেকে। বৃহস্পতিবার সরাসরি জাপানকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়ছে উত্তর কোরিয়া।

BBC খবর, পুরো জাপান সাগর ও কোরীয় উপসাগর এলাকা জুড়ে তীব্র আতঙ্ক। যে কোনও সময় দক্ষিণ কোরিয়া, জাপানের উপর আছড়ে পড়তে পারে কিমের মিসাইল।

Al Jazeera জানাচ্ছে, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৫টি মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ভোরে একের পর এক তিনটি মিসাইল জাপানের দিকে উড়ে আসে। তবে সবকটি মিসাইল জাপানের জলসীমার উপর পড়ে বিস্ফোরণ ঘটায়।  মনে করা হচ্ছে, কিম জং উন ইচ্ছে করেই জাপানের ভূমিতে মিলাইল ফেলতে দেননি।

KCNA অর্থাৎ দক্ষিণ কেরিয়ার সরকারি সংবাদসংস্থা জানাচ্ছে,  জাপানের দিক মুখ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া।

New York Times এর খবর, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, উত্তর কোরিয়া থেকে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র হামলা হয় জাপানের দিকে। একটি দূরপাল্লার এবং দু’টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

AFP জানাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫০-৫৩ সাল পর্যন্ত কোরিয়ার যুদ্ধ চলে। তবে কোনও শান্তিচুক্তি ছাড়াই সংঘাত শেষ হওয়ার কারণে দক্ষিণ ও উত্তর কোরিয়া এখনও যুযুধান। বিভাজনের  পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি উত্তর কোরিয়ার কোনও ব্যালিস্টিক মিসাইল পড়ল। এছাড়া একদিনে উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার রেকর্ডও এটি।