ISL: ঘরের মাঠে জয় দেখতে চাইছে লাল-হলুদ সমর্থকরা

চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টে এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে ইস্টবেঙ্গল এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তিন ম্যাচে হারের মুখ…

East Bengal Club rope in aridai cabrera

চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্টে এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে ইস্টবেঙ্গল এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তিন ম্যাচে হারের মুখ দেখেছে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা।এই তিন ম্যাচ পরাজয়ের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে ২-০ গোলে হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি লাল হলুদ ভক্তরা।

টানা ৭ ডার্বি ম্যাচে হারের ধাক্কাতে অনেকটাই ব্যাকফুটে টিম ইস্টবেঙ্গল। এই জায়গাতে দাঁড়িয়ে ISL পয়েন্ট টেবলে ইস্টবেঙ্গল নয় নম্বরে। গত দুই মরসুমে ইস্টবেঙ্গল দলের পারফরম্যান্স মোটেও আহামরি ছিল না।পয়েন্ট টেবলের শেষতম স্থানে ‘লাস্ট বয়’ হয়েই টাইটেলশিপ অভিযান শেষ করতে হয়েছে।

এবার কিন্তু চালচিত্র‍্য একটু অন্যরকম। সবে মাত্র ৪ ম্যাচ খেলা হয়েছে।হাতে ১৫ ম্যাচ রয়েছে। ডার্বি ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে উঠে দল পারফরর্ম করবে এমন আশা নিয়েই আগামী শুক্রবার লাল হলুদ জনতা ভিড় জমাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।ওইদিন চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলা রয়েছে ক্লেইটন সিলভাদের।চেন্নাইয়িন এফসি চলতি টাইটেলশিপে খুব একটা ভালো ফর্মে আছে তেমনটা মোটেও নয়।তবে চেন্নাইয়িন দল কঠিন প্রতিপক্ষ তা কাগজে কলমে পরিস্কার।কেননা এখনও পর্যন্ত তারা তিন ম্যাচের মধ্যে একটিতে জিতেছে আর দুই ম্যাচের মধ্যে ড্র করেছে এবং হেরেছে।

টমাস ব্রডারিক চেন্নাইয়িন এফসি দল জয়ের লক্ষ্যে ঝাঁপাবে এটা নিশ্চিত, কেননা সাত নম্বরে থেকে তারা নিজেদের উন্নতি ঘটাতে চাইবে।আর ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে, হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে তারাও চাইবে তিন পয়েন্ট অর্জন করতে।

ISL ক্রীড়াসূচি অনুসারে ইস্টবেঙ্গল ব্যাক টু ব্যাক দুম্যাচ খেলবে কলকাতাতে। ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে খেলা রয়েছে কনস্টাটাইনের ছেলেদের।এরপর ইভান, হাওকিপ, মহেশরা উড়ে যাবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলার জন্য, রয় কৃষ্ণদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ১১ নভেম্বর আর ২৭ নভেম্বর ইস্টবেঙ্গল খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে, জামশেদপুরে।

লাল হলুদ ভক্তদের প্রত্যাশা এখন একটাই ডার্বি ম্যাচের ক্ষত ভুলে গিয়ে প্রিয় দল উইনিং ট্র‍্যাকে ফিরব আসুক।যাতে গত দুই মরসুমের মতো চলতি ২০২২-২৩ ISL সেশনে পয়েন্ট টেবলের শেষতম স্থানে ‘লাস্ট বয়’ তকমা নিয়ে টাইটেলশিপ অভিযান শেষ না হয়।