Punjab: ফুরফুরে মেজাজে আছেন AAP সরকারে ফৌজদারি মামলায় জড়িত মন্ত্রীরা

খোদ মুখ্যমন্ত্রী বলেছেন তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে দুর্নীতির বিরুদ্ধে ফোন করে অভিযোগ জানাতে। ঘোষণাটি চমকদার। কিন্তু তার থেকেও চমক, পাঞ্জাবে (Punjab) আম আদমি পার্টির (AAP)…

খোদ মুখ্যমন্ত্রী বলেছেন তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে দুর্নীতির বিরুদ্ধে ফোন করে অভিযোগ জানাতে। ঘোষণাটি চমকদার। কিন্তু তার থেকেও চমক, পাঞ্জাবে (Punjab) আম আদমি পার্টির (AAP) মন্ত্রিসভায় ১১ জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। এই মন্ত্রীরা ফুরফুরে মেজাজে আছেন।

রাজনীতিকে অপরাধের হাত থেকে মুক্ত করা হবে, এমনই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি। সরকার গঠন করেছে আপ। গঠন করেছে মন্ত্রিসভা। তারপর সামনে এল চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ ১১জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। মনোনয়নপত্র পেশ করতে গিয়ে প্রার্থীরা যে হলফনামা দাখিল করেছিলেন তা থেকেই এই তথ্য সামনে এসেছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এই তথ্য সামনে এনেছে।

এডিআরের রিপোর্ট থেকে জানা গিয়েছে, আপ মন্ত্রিসভার ১১ জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে সাতজন মন্ত্রী নিজেই তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। যার মধ্যে চারজনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের অভিযোগ। এই ১১ জনের মধ্যে নয়জনের সম্পত্তির পরিমাণ বেশ কয়েক কোটি টাকা।

রিপোর্টে বলা হয়েছে, হোশিয়ারপুরের আপ বিধায়কের সবচেয়ে বেশি ৮.৫৬ কোটি টাকার সম্পত্তি আছে। ভোয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক লালচাঁদের সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম। তাঁর রয়েছে মাত্র ৬.১৯ লক্ষ টাকার সম্পত্তি।

আপ মন্ত্রিসভার ৫ জন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা দশম থেকে সর্বোচ্চ দ্বাদশ শ্রেণী। বাকিরা অবশ্য স্নাতক বা স্নাতকোত্তর। ছয় মন্ত্রীর গড় বয়স ৩১ থেকে ৫০ বছরের মধ্যে। বাকিদের গড় বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।