China: কারো বেঁচে থাকাই ‘আশ্চর্য’, ভেঙে পড়া চিনা বিমান ঘিরে তল্লাশি

আশা নে়ই। শতাধিক যাত্রীর মৃত্যুর ঘোষণাটুকুই বাকি। তবুও আশ্চর্যজনক কিছু তো ঘটে। আগেও এমন হয়েছে। সেই ক্ষীণ আশা নিয়ে ভেঙে পড়া চিনা (China) বিমান ঘিরে…

আশা নে়ই। শতাধিক যাত্রীর মৃত্যুর ঘোষণাটুকুই বাকি। তবুও আশ্চর্যজনক কিছু তো ঘটে। আগেও এমন হয়েছে। সেই ক্ষীণ আশা নিয়ে ভেঙে পড়া চিনা (China) বিমান ঘিরে তল্লাশি চলছে।

ভয়াবহ বিমান দুর্ঘটনা চিনে। সংবাদ সংস্থা জিনহুয়া জানাচ্ছে, ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়া বিমানের কাছাকাছি গিয়ে তল্লাশি চলছে। চায়না ইস্টার্নের যাত্রীবাহী বিমানটি টুকরো হয়ে গেছে। বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংসি অঞ্চলের উঝু শহরের কাছে গ্রামাঞ্চলে ভেঙে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

২০১৫ সালে একেনা হয় বিমানটি। বিমানটিতে মোট ১৬২ আসন ছিল। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, এর আগে চিনে সর্বশেষ মারাত্মক বিমান দুর্ঘটনাটি ছিল ২০১০ সালে। সেই সময়ে হেনান এয়ারলাইন্সের একটি এমব্রায়ার ই-১৯০ আঞ্চলিক জেট ইচুন বিমানবন্দরের দিকে যাওয়ার সময় ভেঙে পড়ে। সেইসময়ে ৯৬ জন যাত্রীর মধ্যে ৪৪ জন নিহত হন।

চিনের এই বিমান ভেঙে পড়ার কারণ মিলবে ব্ল্যাক বক্স উদ্ধারের পর। যান্ত্রিক গোলযোগ নাকি পাইলটের গাফিলতি বা অন্য কোনও কারণে দুর্ঘটনা তার সূত্র দেবে ব্ল্যাকবক্স।