‘কাট মেকআপ’ সাশ্রয় হবে হাজার হাজার টাকা

‘বিন্দুতেই হয় সিন্ধু’-তাই এই মূল্যবৃদ্ধির বাজারে কোন কিছু ফেলার আগে দু’বার ভাবুন। যেমন শেষ হয়ে গিয়েছে ভেবে আমরা অনেক কসমেটিকই (MAKEUP) ফেলে দিই। কিন্তু সত্যি…

MOST EFFECTIVE MAKEUP HACKS

বিন্দুতেই হয় সিন্ধু’-তাই এই মূল্যবৃদ্ধির বাজারে কোন কিছু ফেলার আগে দু’বার ভাবুন। যেমন শেষ হয়ে গিয়েছে ভেবে আমরা অনেক কসমেটিকই (MAKEUP) ফেলে দিই। কিন্তু সত্যি কি সেগুলি আর ব্যবহার করা যেত না! অসুন জেনে নিই

ফাউন্ডেশন: ফাউন্ডেশন শেষ হয়ে এলে, বােতলের মধ্যে অল্প ফেস ক্রিম দিয়ে ভাল করে মেশান। এতে বােতলের গায়ে লেগে থাকা ফাউন্ডেশন, যা ব্যবহার করতে না পারায় নষ্ট হয়, তা আর হয় না। আবার মাসের শেষে মেকআপ বাজেট কন্ট্রোলেও রাখে। কমপ্যাক্ট: প্যালেটের কর্নারে বেচে কমপ্যাক্ট। ওটা দিয়ে মেকআপ করা আর সম্ভব নয়। এমন ভেবে মােটেও ফেলে দেবেন না। বরং প্যালেটে যা কমপ্যাক্ট পরে আছে তা এক জায়গায় করে, ভাল করে গুরাে করুন। তারপর ওপর দিয়ে অ্যালকোহল ছড়িয়ে দিন। শুকিয়ে গেলে দেখবেন চোখ বন্ধ করে সপ্তাহখানেক চলে যাচ্ছে আপনার কমপ্যাক্টটি।

লিপস্টিক: লিপস্টিক তলানিতে গিয়ে ঠেকেছে, ফেলে দেবেন না। কাঠি দিয়ে খুঁচে লিপস্টিকের শেষাংশ একটি চওড়া মুখের ছােট কাচের কন্টেনারে রাখুন। বাটিতে গরম জল করে তারওপর রাখুন কন্টেনারটি। লিপস্টিক গলে গেলে, ঘন্টা খানিক ফ্রিজে রেখে দিন। তারপর তুলি বা আঙুল দিয়ে ঠোট রাঙান। কিছুদিন লিপস্টিক কিনতে হবে না।

মাসকারা: মাশকারা শেষ। চোখের পলক কালাে হচ্ছে না। তাহলে কয়েক ড্রপ অলিভ অয়েল বা লেন্স সলুশন দিয়ে মাসকারা বােতলটি কঁকিয়ে নিন। দেখবেন আরও বেশ কয়েকদিন চলে যাচ্ছে। আইলাইনার পেন: আইলাইনার পেনে কালি না পরলে ফেলে দেবেন না। নিভটা বার করে উল্টো করে আবার লাগান। দেখবেন আরও দু’তিন বার পরতে পারছেন।

নেল ফাইলার: নেলফাইলার কাজ না করলে, ওপরের পরতটা টেনে তুলে ফেলুন। অকেজো ফাইলার আবার আগের মতাে কাজ করবে।

টিউব: ফেসক্রিম থেকে ফাউন্ডেশন, লিপজেল টিউবে আজকাল নানান রকমের কসমেটিক পাওয়া যায়। প্রায় সময় দেখা যায়, ক্রিম বার হচ্ছে না বলে অনেকে টিউবটি ফেলে দেন। এই ফেলে দেওয়ার আগে টিউবটি মাঝ বরাবর কাটুন। দেখবেন ভেতরে অনেক ক্রিম। রয়েছে।

রঙিন আইলাইনার: নতুন ট্রেন্ড রঙিন আইলাইনার। কিন্তু আপনার পকেট গড়ের মাঠ। এক্ষেত্রে লিপিস্টিক দিয়ে রাঙিয়ে ফেলতে পারেন চোখ। মানে টু ইন ওয়ান লিপস্টিক প্লাস আইলাইনার।

লিপজেল: লিপজেল শেষ হয়ে এলে বােতলটি মিনিট দশেক গরম জলে চুবিয়ে রেখে। দিন। লিপজেল কন্টেনারে লেগে থাকা জেল গলে বােতলের নীচে চলে আসবে। যা দিয়ে আপনার আরও কিছু দিন চলে যাবে।

টিপস:

  • লিপস্টিক না থাকলে ঠোটে লিপবাম লাগিয়ে, আইস্যাডাে প্যালেটে থাকা পছন্দের কার্লার দিন। ঠোট রাঙিয়ে উঠবে।
  • বডি অয়েলে গােল্ডেন শেডের আইশ্যাডাে মিহি গুঁড়াে করে মিশিয়ে রাখুন। বডি শিমারের কাজ করবে।
  • আই ভ্রু পেনসিল শেষ হয়ে গেলে, আমন্ড পুড়িয়ে তার কালি ব্যবহার করতে পারেন।
  • কোটতে লিপবাম, বারবার আঙুলে করে ব্যবহার করতে অসুবিধা। রােলঅন লিপবাম না কিনে, খালি লিপস্টিকের রােলে লিপবাম গলিয়ে ঢেলে দিন। ঠান্ডা হলে তৈরি আপনার রােল লিপবাম।