Uttarakhand: মমতার মতো ‘হেরো মুখ্যমন্ত্রী’ পছন্দ বিজেপির

হেরো মুখ্যমন্ত্রী বলে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি বারবার আক্রমণ করত মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০২১ বিধানসভা ভোটে তিনি পরাজিত হন। তবে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। মমতাকেই মুখ্যমন্ত্রী…

হেরো মুখ্যমন্ত্রী বলে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি বারবার আক্রমণ করত মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০২১ বিধানসভা ভোটে তিনি পরাজিত হন। তবে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। মমতাকেই মুখ্যমন্ত্রী করে সরকার গঠন করে টিএমসি। ২০২২ এর বিধানসভার উপনির্বাচনে জয়ী হওয়ার আগে পর্যন্ত ‘হেরো মুখ্যমন্ত্রী’ কটাক্ষ হজম করতে হয়েছিল মমতাকে। একই পথের পথিক উত্তরাখণ্ড (Uttarakhand) বিজেপি।

বুমেরাং। এবার বিজেপির গলায় ঝুলল হেরো মুখ্যমন্ত্রীর কটাক্ষ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে পুষ্কর সিং ধামিকেই বসাচ্ছে বিজেপি। এই রাজ্যে বিজেপি জিতলেও খোদ ধামি পরাজিত হয়েছেন।

হেরো মুখ্যমন্ত্রীর গড়ার নজিরে তৃণমূল কংগ্রেসের পথেই হাঁটল বিজেপি। দিল্লিতে দলের অভ্যন্তরীণ বৈঠকে উত্তরাখণ্ডের মন্ত্রিসভা চূডান্ত শিলমোহর পেল। পুষ্কর সিং ধামি হচ্ছেন মুখ্যমন্ত্রী। এই খবরে দিল্লি থেকে দেরাদুন হয়ে কলকাতা রাজনৈতিক মহলে পড়েছে চাঞ্চল্য।

পাঁচ রাজ্যের নির্বাচনের পর মণিপুর ও উত্তরাখণ্ডে সরকার গড়া নিয়ে বিজেপির পরিস্থিতি ছিল জটিল। মণিপুরে ঘোঁট কাটিয়ে এন বীরেন সিংকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, আর উত্তরাখণ্ডের ঘোঁট কাটাতে গিয়ে ঘেমে নেয়ে একসা বিজেপি। পরিস্থিতি বিগড়ে যেতে পারে এই আশঙ্কায় মুখ্যমন্ত্রী পদে বদল করল না বিজেপি। ফলে হেরো মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্কর সিং ধামি কুর্সিতে বসবেন। পরবর্তী উপনির্বাচন করে তিনি বিধায়ক হয়ে হেরো তকমা কাটাবেন বলে বিজেপি মনে করছে।

আপাতত বিজেপিকে এখন গিলতে হচ্ছে হেরো মুখ্যমন্ত্রী কটাক্ষ। যেমনটা গিলেছিল তৃণমূল কংগ্রেস।