Israel: জেরুজালেমে উপাসনালয়ে জঙ্গি হামলায় নিহত সাত

শুক্রবার ইজরায়েলের (Israel) রাজধানী জেরুজালেমের (Jerusalem) উপকণ্ঠে একটি উপাসনালয়ে গুলি চালানোর খবর পাওয়া গেছে।

Seven killed in Jerusalem terrorist shooting attack

শুক্রবার ইজরায়েলের (Israel) রাজধানী জেরুজালেমের (Jerusalem) উপকণ্ঠে একটি উপাসনালয়ে গুলি চালানোর খবর পাওয়া গেছে। ইজরায়েলি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, জেরুজালেমের একটি উপাসনালয়ে গুলি চালানো হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজন এবং আহত হয়েছেন প্রায় ১০ জন। পুলিশ বলছে, গুলি চালানো একটি ‘ জঙ্গি হামলা’। ইজরায়েলের বিদেশ মন্ত্রণালয়কে উদ্ধতি করে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইজরায়েলি কমান্ডোদের অভিযানে সাতজন বন্দুকধারীকে হত্যা করেছে, দুই সাধারণ নাগরিক অভিযানে নিহত হয়েছে
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইজরায়েলি সেনাদের হাতে নয়জন নিহত হওয়ার একদিন পর এই হামলা হল। বৃহস্পতিবার উত্তর পশ্চিম তীরের জেনিনে ইজরায়েলি বাহিনী ও বন্দুকধারীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এই অভিযানে সাত বন্দুকধারীসহ দুই বেসামরিক নাগরিক নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহত নয়জনের মধ্যে একজন বয়স্ক মহিলাও রয়েছেন। একই সময়ে, এই সংঘর্ষে কোন ইজরায়েলি সৈন্য আহত হয়নি।

ইজরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বেশ কয়েকটি বড় জঙ্গি হামলার পরিকল্পনা ও পরিচালনার সন্দেহে ইসলামিক জিহাদ সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আটক করতে জেনিনে বিশেষ বাহিনী পাঠিয়েছে। অভিযান চালানো হয়, কিন্তু এর মধ্যেই সৈন্য ও বন্দুকধারীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহত অন্য দুজন একজন অসামরিক পুরুষ ও মহিলা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ বছর ইজরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এর মধ্যে রয়েছে চরমপন্থী, ইজরায়েলি জনগণের ওপর হামলাকারী এবং অন্যান্য বিদ্রোহী। অন্যদিকে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য এক বছরে মারা যাওয়া মানুষের সংখ্যার নিরিখে বৃহস্পতিবার ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন।