Pakistan: নিজেকে গাধা বলে হাসির খোরাক ইমরান খান

আস্থাভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন ইমরান খান। এরপর নেট মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও ক্লিপ। পাকিস্তানের কনটেন্ট ক্রিয়েটর জুনেইদ আক্রমের…

FATF: Pakistan remains on the gray list

আস্থাভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন ইমরান খান। এরপর নেট মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও ক্লিপ। পাকিস্তানের কনটেন্ট ক্রিয়েটর জুনেইদ আক্রমের সঙ্গে ইমরানের কথোপকথনের অংশবিশেষ রয়েছে ওই ভিডিওতে।

ভিডিও ক্লিপে ইমরান নিজেই নিজেকে গাধা বলেছেন। সদ্য ক্ষমতা হারানো প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিটেন আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিল। কিন্তু আমি কখনও ব্রিটেনকে নিজের দেশ বলে ভাবতে পারিনি। সবার আগে মনে করি, আমি একজন পাকিস্তানি। আসলে একটা গাধা গাধাই থাকে। তার গায়ে কয়েকটা ডোরাকাটা দাগ দেওয়া হলে সে কখনও জেব্রা হয় না।

নিজের সম্পর্কে পাক-প্রধানমন্ত্রীর এই স্বগোতক্তি প্রকাশ্যে আসতেই নেট মাধ্যমে আলোড়ন পড়ে গিয়েছে। নেটিজেনরা অনেকেই ইমরানের এই মন্তব্যে হেসে খুন। স্বাভাবিকভাবেই নেটিজেনরা অনেকেই নানা পাল্টা মন্তব্য করেছেন।

নেটিজেনরা কেউ কেউ বলেছেন দেরিতে হলেও ইমরান শেষ পর্যন্ত নিজের পরিচয়টা বুঝতে পেরেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাতেই হয়। কয়েকজন বলেছেন, শেষ পর্যন্ত পাকিস্তান একজন গাধার হাত থেকে মুক্তি পেয়েছে। এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ। কেউ কেউ আবার ইমরানের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা বলেছেন, ক্ষমতা হারিয়ে এই মুহূর্তে মাথার ঠিক নেই কিং খানের। সে কারণেই তিনি নিজের সম্পর্কে এ ধরনের বেফাঁস মন্তব্য করেছেন।

তবে ইমরানের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চরম হাসাহাসি শুরু হয়েছে।