এবছর কলকাতা লিগে দারুণ চমক দিচ্ছে ভবানীপুর (Bhabanipur)। দেশ বিদেশের একাধিক তারকা ফুটবলার’কে নিয়ে চমকপ্রদ দল গড়ছে তারা। এবার প্রাক্তন ইস্টবেঙ্গল (East Bengal) তারকা সঞ্জু প্রধান’কে (Sanju Pradhan) দলে নিয়ে দারুণ চমক দিলো তারা।
ভারতের অধিকাংশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট জিতেছে সঞ্জু প্রধান। ইস্টবেঙ্গলের হয়ে ফেডারেশন কাপ জেতা,জিতেছেন ইন্ডিয়ান সুপার কাপ।ইস্টবেঙ্গলের হয়ে দুই দফায় খেলার পাশাপাশি সঞ্জু একাধিক ক্লাবের হয়ে আইএসএলে খেলেছিলেন।আইএসএলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে চারটি ফ্রাঞ্চাইজি’তে খেলার নজির তার দখলে। শুধুমাত্র সঞ্জু একাই নন,ইস্টবেঙ্গলে খেলা তারকা বিদেশি উইলিস প্লাজা’কে খেলতে দেখা যাবে ভবানীপুরে।
একসময় লাল হলুদ সমর্থক’দের নয়নমনি প্লাজা।সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে এই তারকা বিদেশি ফুটবলারের সাথে অনেক’টা কথাবার্তা হয়েছে ভবানীপুরের,প্রায় পাঁকা তার ক্লাবে আসার বিষয়টা।ইস্টবেঙ্গলের হয়ে এই ফুটবলার খেলেছিলেন ২৪ টা ম্যাচ, গোল করেছিলেন ১১ টা।ত্রিনিদাদ এন্ড টোব্যাগোর জাতীয় দলের এই ফুটবলার এরপর মহামেডানে’ও খেলেছিলেন।তবে কলকাতায় নিজেকে তেমন ভাবে মেলে ধরতে না পারলেও চার্চিলের ব্রাদার্সের হয়ে আগুন ঝড়িয়েছিলেন তিনি।৩৫ ম্যাচে করেছিলেন ২৯ গোল।গতমরশুমে তাকে আইজলের হয়ে খেলতে দেখা গেছিলো।