Kolkata League: কলকাতা লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলা খুব দরকার: মেহতাব

গতবার কলকাতা লিগে (Kolkata League) মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohun Bagan-East Bengal) খেলেনি। তাই লিগ রীতিমতো সাদা-মাটা হয়েছিল। কোনও উদ্মাদনা দেখা যায়নি লিগ নিয়ে। এবার অবশ্য কলকাতা লিগে…

Mohun Bagan-East Bengal match needed in Kolkata League: Mehtab Hossain

গতবার কলকাতা লিগে (Kolkata League) মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohun Bagan-East Bengal) খেলেনি। তাই লিগ রীতিমতো সাদা-মাটা হয়েছিল। কোনও উদ্মাদনা দেখা যায়নি লিগ নিয়ে। এবার অবশ্য কলকাতা লিগে খেলবে দুই প্রধান এমনই শোনা যা্চ্ছে। তাতে উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain)।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‍‘খুব পজিটিভ দিক। এটা খুবই দরকার। কলকাতা লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গল খেলবে না এটা হতে পারে না। লিগের সব আকর্ষণ নষ্ট হয়ে যাবে।বাঙালি ফুটবলাররা বড়ো হয়েছে ডার্বি দেখে। সেই ডার্বি যদি না হয়, কলকাতা লিগে যদি মোহনবাগান-ইস্টবেঙ্গল না খেলে তাহলে কী হবে? ভালো ফুটবলার উঠবে কোথা থেকে?’

একইসঙ্গে তিনি বলেন, ‍‘করোনা ও বিভিন্ন কারনে কলকাতা লিগ না হওয়ার জন্য কলকাতার ফুটবল নষ্ট হয়ে গিয়েছে। জাতীয় দলে এখন কোনও বাঙালি ফুটবলার নেই।এ টা দেখে আমার খুব খারাপ লাগছে। যারা রয়েছে তারা রিজার্ভ বেঞ্চে। এটা দেখা যাচ্ছে না। তবে আমি আশাবাদী জাতীয় দলে আবার বাঙালি ফুটবলার দেখা যাবে। আমরা আবার ফিরে আসব। ফুটবলার তৈরি করতে গেলে কলকাতা লিগ হতেই হবে। পাশাপাশি কলকাতা লিগে মোহন-ইস্টকে খেলতে হবে। কলকাতা লিগ খেলে আইএসএল ও আই লিগের জন্য প্রস্তুতি নিতে হবে। ’

মেহতাব মনে করেন বাংলাতে এখন আইডল নেই, যাকে দেখে ফুটবলাররা বড়ো হবে। তিনি বলেন, ‍‘বাংলাতে আইডল তৈরি করতেই হবে। যাকে দেখে ফুটবলাররা খেলবে। তবে পরিশ্রম করলে তা সম্ভব। সেটাও তৈরি হবে তা আশাবাদী।’