Bar Pujo : বার পুজো-ফেডারেশন কাপের ম্যাচ, ইস্টবেঙ্গলের স্মরণীয় ‘৭৮ সাল

নতুনের ডাক (Bar Pujo) পৌঁছেছিল ময়দানে। গঙ্গা পেরিয়ে আসা হাওয়ায় আরও গনগনে হয়েছিল মশালের আঁচ। ইতিহাসের পাতায় ইস্টবেঙ্গলের (East Bengal) ১৯৭৮ সাল। সে বছরেও তারকা…

নতুনের ডাক (Bar Pujo) পৌঁছেছিল ময়দানে। গঙ্গা পেরিয়ে আসা হাওয়ায় আরও গনগনে হয়েছিল মশালের আঁচ। ইতিহাসের পাতায় ইস্টবেঙ্গলের (East Bengal) ১৯৭৮ সাল।

সে বছরেও তারকা খচিত দল গড়েছিল ইস্টবেঙ্গল। বার পুজোতেও ময়দানের বাঘা বাঘা ফুটবলাররা। ওই বছরেই ফেডারেশন কাপের শুরুতে ইস্টবেঙ্গলের বাজিমাত। ফাইভ স্টার পারফরম্যান্স, ফাইভ স্টার রেজাল্ট।

Bar Pujo
এবছর ইস্টবেঙ্গলের বার পুজো।

আটাত্তরের ফেডারেশন কাপের ম্যাচে রাজস্থান পুলিশ দলকে পাঁচ গোল দিয়েছিল লাল হলুদ ব্রিগেড। ৫-০ স্কোরলাইন জিতেছিল দল। গোল করেছিলেন সুরজিৎ সেনগুপ্ত, রণজিৎ মুখার্জী, মিহির বসু, উলগানথন এবং প্রশান্ত ব্যানার্জী।

১৯৭৮-৭৯ মরশুমের ফেডারেশন কাপ টুর্নামেন্টে যুগ্মভাবে জিতেছিলেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ১৯৭৭-৭৮ এ মোহনবাগান রানার্স হয়েছিল। জিতেছিল ইন্ডিয়ান টেলিফোন।

ইস্টবেঙ্গলের আটাত্তরের বারপুজোয় উপস্থিত ছিলেন সাব্বির আলি, সুরজিৎ সেনগুপ্ত, ভাস্কর গাঙ্গুলি, অশোক চন্দ, শ্যামল ঘোষ, প্রশান্ত ব্যানার্জী সহ একাধিক কিংবদন্তি।