Business Idea: সরকারের সাহায্যে প্রতি মাসে কামান ৭০ হাজার টাকা

ব্যবসা করতে চাইছেন কিন্তু পুঁজি নেই। চিন্তার (Business Idea) কোনো কারণ নেই। এর উপায় রয়েছে। সরকার আপনাকে সাহায্য করবে। সহজেই মাস প্রতি আয় করতে পারবেন…

ব্যবসা করতে চাইছেন কিন্তু পুঁজি নেই। চিন্তার (Business Idea) কোনো কারণ নেই। এর উপায় রয়েছে। সরকার আপনাকে সাহায্য করবে। সহজেই মাস প্রতি আয় করতে পারবেন ৭০ হাজার টাকা। 

দুগ্ধজাত পণ্যের ব্যবসা। বাজারে চাহিদা থাকে বারো মাস। ডেয়ারি প্রোডাক্টের ব্যবসায় মাত্র ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। 

এই ব্যবসা শুরু করতে চাইলে ভারত সরকার আপনাকে সাহায্য করবে। ছোট ব্যবসার জন্য রয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। শুধু তাই নয়, আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তবে সরকার আপনাকে অর্থের পাশাপাশি প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করবে । 

দুগ্ধ ব্যবসার প্রকল্প শুরু করার জন্য মোট ব্যয় সাড়ে ১৬ লক্ষ টাকা। কিন্তু চিন্তার কারণ নেই। সরকার আপনাকে এই ৭০ শতাংশ ঋণ দেবে। আপনার পক্ষ থেকে শুধু ৫ লাখ টাকার ব্যবস্থা করতে হবে। ব্যাংক আপনাকে মেয়াদী ঋণ হিসাবে সাড়ে সাত লক্ষ টাকা এবং কার্যকরী মূলধন হিসাবে ৪ লক্ষ টাকা প্রদান করবে। 

দুগ্ধ ব্যবসার শুরু করার জন্য এক হাজার বর্গফুট জায়গা প্রয়োজন। এর জন্য ৫০০ বর্গফুট প্রসেসিং এরিয়া, রেফ্রিজারেশন রুমের জন্য ১৫০ বর্গফুট, ওয়াশিং এরিয়ার জন্য ১৫০ বর্গফুট, অফিস, টয়লেট এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য ১০০ বর্গফুট প্রয়োজন। কাঁচামালের মধ্যে রয়েছে প্রতি মাসে ১২ হাজার ৫০০ লিটার কাঁচা দুধ, ১০০০ কেজি চিনি, ২০০ কেজি ফ্লেভার, ৬২৫ কেজি অন্যান্য সামগ্রী। খরচ আনুমানিক ৪ লক্ষ টাকা ধরে রাখা ভালো। 

আপনি প্রায় ৭৫ লিটার দুধ, ৩৬ হাজার লিটার দই, ৯০ হাজার লিটার বাটার মিল্ক এবং ৪৫০০ কেজি ঘি বিক্রি করে বার্ষিক ৮২.৫ লক্ষ টাকা আয় করতে পারেন। ৮২.৫ লক্ষ টার্নওভারে আপনার বার্ষিক বিনিয়োগ ৭৪.৪০ লক্ষ টাকা। যার মধ্যে রয়েছে ১৪ শতাংশ সুদ। অর্থাৎ আপনার বার্ষিক মুনাফা হতে পরে ৮.১০ লক্ষ টাকা।