Bilawal Bhutto Zardari: বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টো পাক বিদেশমন্ত্রী, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা

জল্পনার অবসান। পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। এদিন তাঁকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে…

Bilawal Bhutto Zardari

জল্পনার অবসান। পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। এদিন তাঁকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বিলাওয়ালের মা পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো। পিতা আসিফ আলি জারদারি প্রাক্তন প্রেসিডেন্ট। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল বর্তমান শরিফ সরকারের অন্যতম শরিক।

উল্লেখ্য, কয়েকদিন আগে শাহবাজ মন্ত্রিসভা শপথ নেয়। সে সময়ে বিদেশ মন্ত্রী হিসেবে শোনা গিয়েছিল বিলাওয়ালের নাম। কিন্তু শপথ গ্রহণের সময় দেখা যায় মন্ত্রিসভায় বিলাওয়াল নেই। যদিও বিলাওয়াল মন্ত্রিসভায় না থাকলেও পূর্ণ সময়ের জন্য কাউকেই বিদেশমন্ত্রকের দায়িত্ব দেননি প্রধানমন্ত্রী শাহবাজ। পাক বিদেশ মন্ত্রীর পদ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিলাওয়াল দলের সংগঠনের কাজ করতেই বেশি আগ্রহী। সে কারণেই তিনি বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে রাজি নন।

পরিস্থিতির বদল হয় গত সপ্তাহে। মন্ত্রিসভা গঠনের পরে বিলাওয়াল গিয়েছিলেন লন্ডনে। দেখা করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে। তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছিল তা অবশ্য জানা যায়নি। সূত্রের খবর, শেষ পর্যন্ত নওয়াজের অনুরোধেই শাহবাজ সরকারের মন্ত্রিসভায় যোগ দিতে রাজি হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির এই তরুণ নেতা।

লন্ডন থেকে দেশে ফিরেই তিনি বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ার একটাই কৌতূহল সেটা হল, বেনজির পুত্র আগামী দিনে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নয়নে কী পদক্ষেপ করেন।

ইমরান খানকে পাক প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৩৩ বছরের এই নেতা। সে কারণে প্রধানমন্ত্রী শাহবাজ চাইছিলেন বিদেশমন্ত্রকের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বভার নিন বিলাওয়াল। কিন্তু সংগঠনের কাজ করার অছিলায় সেই দায়িত্ব এড়িয়ে গিয়েছিলেন এই তরুণ তুর্কি। শেষ পর্যন্ত বিলাওয়াল বিদেশ মন্ত্রীর দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী শাহবাজ খুশি বলে জানিয়েছেন। এরইমধ্যে শোনা যাচ্ছে পবিত্র ঈদের পরেই পাক প্রেসিডেন্ট আলভির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে শাহবাজ সরকার। সংবিধান লঙ্ঘন করার অভিযোগে প্রেসিডেন্ট আলভির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হচ্ছে।