Mamata Banerjee message: দুর্নীতি হলেই নিতে হবে অ্যাকশন, নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃতীয়বার বাংলার মসনদে বসার পর থেকেই খুন-খুনি, দুর্নীতির একেকটি খবর ক্রমশ বেড়ে চলেছে। সেই নিয়েই বুধবার নবান্নের বৈঠক থেকে কড়া…

Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃতীয়বার বাংলার মসনদে বসার পর থেকেই খুন-খুনি, দুর্নীতির একেকটি খবর ক্রমশ বেড়ে চলেছে। সেই নিয়েই বুধবার নবান্নের বৈঠক থেকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন, বালি চুরি হোক বা গাছ কাটা, অন্যায় এবং বেআইনি কাজের ক্ষেত্রে রং দেখার প্রয়োজন নেই। অভিযোগ সঠিক হলে দলমত নির্বিশেষে সকলের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিতে হবে।

বুধবারের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, গভর্মেন্ট সেক্টরে কেন্দ্রে চাকরি দেওয়া হবে বলে টাকা তোলা হচ্ছে। এসব হবে না। গড়বেতা কেসে আমি বলছি কড়া ব্যবস্থা নিন ইচ অ্যান্ড এভরিবডি। যেটা বলছি ইচ অ্যান্ড এভরিবডিই হবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এসপি, ডিএম, আইসি যাঁরা আছেন, চিটফান্ড, তোলাবাজি করে, অস্ত্রের কারবার, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করলে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও জানিয়েছেন, বালি চুরি, গাছ কাটা, অন্যায় এবং বেআইনি কাজ দেখলে রাজনৈতিক রং দেখার দরকার নেই। তথ্য সঠিক হলে কড়া ব্যবস্থা নিতে হবে। কোনও বড় নেতাও যদি দুর্নীতি করেন, গ্রেফতার করতে হবে। কারণ পার্টি তাঁকে বলেনি এমন করতে।

পাশাপাশি এদিন রামপুরহাট কাণ্ড নিয়ে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ডিএসপি ঐদিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হলে এত বড় ঘটনা ঘটে যেত না। এতগুলো মানুষের মৃত্যু হত না।