Sports News : সৌভিক, রফিকদের নিয়ে বড় মন্তব্য করলেন এলকো

Sports News : নতুন মরশুমের আগে আলোচনায় রয়েছেন এলকো সাতোরি (Elco Schattorie)। আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগের কোনো দলের দায়িত্বে আসতে পারেন এমন সম্ভাবনা রয়েছে।…

Sports News : নতুন মরশুমের আগে আলোচনায় রয়েছেন এলকো সাতোরি (Elco Schattorie)। আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগের কোনো দলের দায়িত্বে আসতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। দল গোছানোর এই আবহে কয়েক ভারতীয় ফুটবলারকে নিয়ে মন্তব্য করেছেন তিনি।

বুধবার ডাচ কোচ সোশ্যাল মিডিয়ায় বলেছে, “A few examples of players over the years that got their debut on the highest level in India during my stints. souvik, Jeakson Singh, Putia, M Rafique, Rahul KP, Radeem Tlang. Always believe in talent and give them chances.”

অর্থাৎ, ‘ গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন এমন কয়েকজনের নাম তুলে ধরতে চাই, এনারা এক সময় কোচিংয়ে খেলেছিলেন। সৌভিক চক্রবর্তী, জ্যাকসন সিং, পুতিয়া, মহম্মদ রফিক, রাহুল কেপি, রাদিম তিয়াং। সব সময় প্রতিভার ওপর আস্থা রেখেছি এবং সুযোগ দিয়েছি।’

২০১২ সাল থেকে ভারতীয় ফুটবলকে দেখছেন এলকো। কোচিং করিয়েছেন, বিশেষজ্ঞের কাজ করেছেন। এ দেশের ফুটবল সম্পর্কে অন্যতম অভিজ্ঞ কোচ তিনি। কলকাতায় এসেছিলেন ইউনাইটেডের হাত ধরে। পরে ইস্টবেঙ্গল ক্লাবে। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল সামলেছেন নিজের দীর্ঘ কোচিং কেরিয়ারে।

ডাচ কোচের ম্যান ম্যানেজমেন্ট কিংবা টেম্পারমেন্ট নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন উঠলেও তাঁর ফুটবল জ্ঞান সর্বজনবিদিত। কিছু দিন আগে শোনা গিয়েছিল সুপার লিগের এক দলের সঙ্গে কথা হয়েছে। আলোচনা হয়েছে ইতিবাচক। আগামী দিনে তাঁকে ফের সাইডলাইনে দেখা যাবে কি না সেটা সময়ই বলবে।