Jangalmahal: মাওবাদী পোস্টার বিজেপির ‘ফুটো মস্তানদের কাজ’ বলেও কাঁপছে তৃণমূল

সিপিআই (মাওবাদী) কমান্ডার কোটেশ্বর রাও ওরফে কিষেণজির মৃত্যুর পর মাওবাদী পশ্চিমবঙ্গ ও ওড়িশার সংগঠনে ভাটা নেমেছিল। গত কয়েকদিনে ফের ভয়াল পরিবেশ জঙ্গলমহলের (Jangalmahal) জেলাগুলিতে। পোস্টারে…

সিপিআই (মাওবাদী) কমান্ডার কোটেশ্বর রাও ওরফে কিষেণজির মৃত্যুর পর মাওবাদী পশ্চিমবঙ্গ ও ওড়িশার সংগঠনে ভাটা নেমেছিল। গত কয়েকদিনে ফের ভয়াল পরিবেশ জঙ্গলমহলের (Jangalmahal) জেলাগুলিতে। পোস্টারে পোস্টারে ছয়লাপ। এতে কিষেনজির বদলা চাই বলে পোস্টার দেখে আরও আতঙ্ক।

জঙ্গলমহলের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আতঙ্ক প্রবল। আপাত চুপচাপ পুরুলিয়া। তবে যে কোনওদিন পুরুলিয়াতেও পোস্টার আতঙ্ক ছড়াবে। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটায় মওবাদী পোস্টারে দেখা যায় “আমাদের নেতা কিষেণজির বদলা চাই। এবার তো আমরা খেলব T.M.C!” এই হুমকি।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন এসব বিজেপির ভাড়া করা ফুটো মস্তানদের কাজ। তবে তারা মুখে যাই বলুন, শাসকদলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা ভয়ে কাঁটা। বিকেলের পর থেকে সবাই দলীয় অফিসে আসা বন্ধ করেছেন। আতঙ্ক এতটাই।

একই অবস্থা বিরোধী দল বিজেপির। তাদের বিধায়ক, সাংসদরাও ভীত। বারবার নিরাপত্তা রক্ষী বেশি চেয়ে আবেদন করছেন বিজেপি নেতারা।

ক্ষমতা হারানোর পর লোকসভা, বিধানসভা পরপর ভরাডুবি হয় সিপিআইএমের। তবে দলের দাপুটে নেতা সুশান্ত ঘোষ সক্রিয় হতেই জঙ্গলমহলে সিপিআইএম ফের শক্তি দেখাচ্ছে। বাম আমলে মাওবাদী হামলায় রক্তাক্ত সিপিআইএমের নেতারা সতর্ক আছেন। মাওবাদী হামলায় বারবার রক্তাক্ত হয়েছিল পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা। তখন সিপিআইএম নেতারা ছিলেন এলাকাছাড়া।

এবার পিড়াকাটায় মাও পোস্টারে টিএমসি নেতারা এলাকাছাড়া হচ্ছেন। দিনে কিছু রাজনৈতিক কর্মসূচি হলেও বিকেলের পর থেকে সব বন্ধ। মাওবাদী পোস্টারকে বিজেপির ফুটো মস্তানদের কাজ বললেও তৃণমূল কংগ্রেস নেতারা ভয়ে কাঁটা। পোস্টারে টানা সাতদিন পিড়াকাটা বাজার বনধের ডাক দেওয়া হয়েছে।