New York: বিশ্ব শিহরিত বাংলাদেশি ছাত্রীকে ট্রেনের তলায় ফেলে প্রকাশ্যে খুন

মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাংলাদেশি ছাত্রীকে চলন্ত ট্রেনের চাকায় ফেলে প্রকাশ্যে খুন করা হলো। এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে বিশ্ব জুড়ে আলোড়ন ছড়িয়েছে। নিউইয়র্কের (New…

মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাংলাদেশি ছাত্রীকে চলন্ত ট্রেনের চাকায় ফেলে প্রকাশ্যে খুন করা হলো। এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে বিশ্ব জুড়ে আলোড়ন ছড়িয়েছে। নিউইয়র্কের (New York) ব্রুকলিন শহরের। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরে বিপুল সংখ্যায় বাংলাদেশি থাকেন।

জানা যাচ্ছে, নিহত ছাত্রীর নাম জিনাত হোসেন। তার বয়স ২৪ বছর। কলেজ থেকে বাড়ি ফেরার পথে ব্রুকলিন শহরের ইউটিকা স্টেশনে তাকে ধাক্কা মারা হয়। তিনি ছিটকে পড়ে যান ট্রেনের তলায়। তাঁর উপর দিয়ে চলে যায় ট্রেন।

নিহত প্রবাসী বাংলাদেশি ছাত্রী জিনাত হোসেন নিউইয়র্কের হান্টার কলেজে পড়তেন। কলেজ থেকে বাড়ি ফেরার পথে ব্রুরলিনের ইউটিকা মেট্রো স্টেশনে তিনি এসেছিলেন। সিসিটিভি থেকে স্পষ্ট জিনাত হোসেনকে পিছন থেকে এক ব্যক্তি ধাক্কা মারছে। জিনাত ট্রেনের চাকার তলায় পড়ে যাচ্ছেন।

নিহত জিনাত বাবা মা সহ নিউইয়র্কের ব্রুকলিনে এইট এভিনিউতে বসবাস করেন। তারা বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামের বাসিন্দা। জিনাতের বাবার নাম আমির হোসেন।

ব্রুকলিন পুলিশ বলছে ট্রেন স্টেশনে ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় ছিটকে পড়েন জিনাত। ট্রেনে লাইনে কাটা পড়ে মৃত্যু হয়।