কত তারিখ সন্তোষ ট্রফির রানার্স আপ বাংলার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল ? জানুন বিস্তারিত

এই মুহূর্তে জোরকদমে এএফসি কাপের প্রস্ততি চালাচ্ছে ভারতীয় ফুটবল দল।কলকাতার মাঠে নিজেদের ভুল ত্রুটি সাড়িয়ে দারুণ ভাবে নিজেদের তৈরী করছে সুনীলরা।খুব শীঘ্রই সদ‍্য রানার্স আপ…

এই মুহূর্তে জোরকদমে এএফসি কাপের প্রস্ততি চালাচ্ছে ভারতীয় ফুটবল দল।কলকাতার মাঠে নিজেদের ভুল ত্রুটি সাড়িয়ে দারুণ ভাবে নিজেদের তৈরী করছে সুনীলরা।খুব শীঘ্রই সদ‍্য রানার্স আপ দল বাংলার বিপক্ষে প্রস্তুতি ম‍্যাচে মাঠে নামবেন তারা।

আগামী ২০ শে মে সন্তোষ ট্রফির রানার্স আপ বাংলার বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নামবে ব্লু টাইগার’রা।যাচাই করে নেবে নিজেদের শক্তি এবং দূর্বলতা।উল্টো দিকে বাংলার যুব প্রতিভারা নিজেদের জাহির করার চেষ্টা করবে এই ম‍্যাচে,তাই স্বাভাবিক ভাবেই একটি দারুণ ম‍্যাচের সাক্ষী থাকতে চলেছি আম‍রা‌।

   

ইতিমধ্যে এটিকে মোহনবাগানের বিপক্ষে প্রস্তুতি ম‍্যাচে খেলেছে ভারত, যদিও সেই ম‍্যাচ ২-১ ব‍্যবধানে হেরেছে সুনীলরা।এবার তারা খেলবে আইলিগ অল স্টারদের বিরুদ্ধে, আর তারপর জুনে কলকাতার মাঠে এশিয়া কাপের যোগ্যতা অর্জনের পর্বে খেলতে নামবে মাঠে।

এদিকে প্রকাশ‍্যে এলো রাজারহাটে সবর্ভারতীয় ফুটবল ফেডারেশনের জাতীয় উৎকর্ষবৃদ্ধি কেন্দ্রের মাঠে সুনীলদের প্রস্তুতি নেওয়ার কারণ।সূত্রের খবর অনুযায়ী সাপের ভয় মাঠ ছেড়েছে সুনীলরা।যুবভারতীতে দুটো প্রাক্টিস মাঠ আছে।গত সোমবার ভারতীয় দল’কে দেওয়া হয়েছিল প্রথম মাঠটি।এই মাঠ জঙ্গলে ঘেরা।বৃষ্টির জেরে সেই জঙ্গল আরও ঘন হয়েছে।গোলপোস্টের পিছনের অংশের জঙ্গল খুবই ঘন,ওইদিন প্রাক্টিসের মাঝে বল ফেন্সিংয়ের ফাঁক দিয়ে জঙ্গলের মধ্যে চলে যাওয়ার আতঙ্কিত হয়ে পড়েন মাঠকর্মী’রা।ভারত কোচ’কে তারা জানান মাঠে প্রচুর সাপ রয়েছে।তাই অন্ধকারে বল খুঁজতে যাওয়াটা ঠিক হবে না।এরপর তরঘড়ি সেখান থেকে পাতাতড়ি গোটান স্টিমাচের ছেলেরা।