Offbeat Destinations: হালকা শীত ও প্রকৃতির নির্জনতা জুড়িয়ে দেবে মনকে বিদ্যাং

একঘেয়ে জীবন, একঘেয়ে রোজকার রুটিনে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় ,তখন একটু ঘুরে বেড়িয়ে এলে আবার নতুন করে কাজে উৎসাহ পাওয়া যায় । সমুদ্রের নেশা,…

offbeat destinations bidyang kalimpong

একঘেয়ে জীবন, একঘেয়ে রোজকার রুটিনে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় ,তখন একটু ঘুরে বেড়িয়ে এলে আবার নতুন করে কাজে উৎসাহ পাওয়া যায় । সমুদ্রের নেশা, জঙ্গলের হাতছানি , বা পাহাড়ের ডাক উপেক্ষা করার সাধ্য কারোর নেই । জীবনের আনন্দকে আরো বেশী করে উপভোগ করতে বেড়িয়ে পড়ুন অচেনা, অজানা বিদ্যাংয়ের (bidyang) উদ্দেশ্যে ।

উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রামটি ধীরে ধীরে পর্যটকদেরকে পছন্দের তালিকায় উঠে আসছে । কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই অবস্থিত বিদ্যাং । পাশের রেলি নদী সেই মুকুটে আরেকটি পালক জুড়েছে ।

offbeat destinations bidyang kalimpong

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম যেন কল্পনার স্বর্গরাজ্য ।চারিদিকে শুধুই পাইনের বাহার ।সাথে ধাপে ধাপে চাষ এর জমি ।শীতের সময়ে গেলে দেখতে পাবেন রংবেরঙের ফুলের সমাহার । এছাড়াও রয়েছে প্রচুর ভেষজগুণ সম্পন্ন গাছ । সেখানকার স্থানীয়রা এতটাই অমায়িক যে আপনাকে আপন করে নেবেই ।এই বিদ্যাংয়ে একটি সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনি দার্জিলিংকে অন্যরূপে দেখতে পারবেন । এছাড়াও পাশে সুবিশাল রেলি নদী ,যেখানে বসে আপনি অনায়াসেই সময় কাটিয়ে দিতে পারবেন অনেকক্ষন ।

নিউজলপাইগুড়ি থেকে গাড়িতে করে কালিম্পং চলে যান । সেখান থেকে গাড়িতে ১৫ কিলোমিটার পথ গেলেই বিদ্যাং। পাহাড়ি রাস্তা আপনার মন ভুলিয়ে দেবে । রয়েছে বিভিন্ন হোমস্টে ও রিসোর্ট ।তবে সেগুলি সবই কাঠের । আধুনিকতার ছোঁয়া সেভাবে লাগেনি বিদ্যাংয়ে ।