BJP: ১১ কোটি ছাড়িয়ে গেল মিছিলের খরচ, বিজেপির নবান্ন অভিযান ঘিরে বিতর্ক

বিজেপির (BJP) নবান্ন (Nabanna)  অভিযান নিয়ে দলটির রাজ্য দফতর মুরলীধর সেন লেনে প্রস্তুতি তুঙ্গে। মঙ্গলবার দুপুর ১ টা থেকে শুরু হবে মিছিল। বিজেপি সূত্রে খবর,…

বিজেপির (BJP) নবান্ন (Nabanna)  অভিযান নিয়ে দলটির রাজ্য দফতর মুরলীধর সেন লেনে প্রস্তুতি তুঙ্গে। মঙ্গলবার দুপুর ১ টা থেকে শুরু হবে মিছিল। বিজেপি সূত্রে খবর, কলকাতা (Kolkata) হাওড়া (Howrah) ময়দান, সাঁতরাগাছি এই তিন জায়গা থেকে মিছিল যাবে নবান্নের উদ্দেশ্যে। নেতৃত্ব দেবেন দলটির সর্বভারতীয় সহ সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদার।

শাসক দল TMC এর বিরুদ্ধে তোপ দেগে রেকর্ড ভিড় জমাতে চায় বিজেপি। সেজন্য সমর্থক আনতে ৭ টি ট্রেন ভাড়া করা হয়েছে। যার আনুমানিক খরচ ২.৮৪ কোটি টাকা। এছাড়াও বাসের জন্য বরাদ্দ করা হয়েছে ১.৯২ কোটি টাকা। আরও আছে আনুষঙ্গিক খরচ। সাকুল্যে ১১ কোটি ছাড়িয়ে যাচ্ছে খরচ। তবে বিজেপির দাবি, ট্রেন ভাড়া করার উদ্দেশ্য সাধারণ যাত্রীদের অসুবিধায় না ফেলা।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এবং বালুরঘাট থেকে ভাড়া করা ট্রেন আসছে। দক্ষিণবঙ্গের আসানসোল, ঝাড়গ্রাম, দীঘা ,পুরুলিয়া থেকেও আসছে ট্রেন।

তৃ়ণমূল কংগ্রেস, সিপিআইএম ও কংগ্রেসের কটাক্ষ, মিছিলে আসার জন্য গ্রামাঞ্চলে মাথাপিছু দেওয়া হচ্ছে ১২০০ টাকা। শহরতলীতে দেওয়া হচ্ছে ১৮০০ টাকা। এমনকি অন্য রাজ্য থেকে বিভিন্ন কর্মীদের আনতে ১.৭০ কোটি টাকা বরাদ্দ করেছে বিজেপি।

বিজেপির দাবি, যারা দূর থেকে আসবেন তাঁদের খাবার থাকবে। ভাত, ডাল, তরকারি, একেবারে সাধারণ বাঙালি খাবার রাখা হচ্ছে।

বসে নেই সরকারপক্ষ। নবান্ন অভিযান রুখতে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে ব্যারিকেড। দ্বিতীয় হুগলি সেতু থেকে কলকাতা আসা ও যাওয়ার মুখে যে সমস্ত রোড রয়েছে, সেখানে চলছে ব্যারিকেড নির্মাণের কাজ। প্রত্যেকটি জায়গায় দুটি করে গার্ড দেওয়া থাকবে। বিরাট বাহিনী মোতায়েন করা হবে।