Afghanistan: তালিবান জঙ্গি সরকারের বাজেটে কী কী চমক থাকল

দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর পুর্ণাঙ্গ সরকার এখনও তৈরি করতে পারেনি জঙ্গিরা। তবে তাদের অন্তর্বর্তীকালীন সরকার চলছে আফগানিস্তানে (Afghanistan)। সেই তালিবান জঙ্গিদের সরকার বাজেট পেশ করল।…

Taliban militant government budget

দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর পুর্ণাঙ্গ সরকার এখনও তৈরি করতে পারেনি জঙ্গিরা। তবে তাদের অন্তর্বর্তীকালীন সরকার চলছে আফগানিস্তানে (Afghanistan)। সেই তালিবান জঙ্গিদের সরকার বাজেট পেশ করল। তুমুল অর্থ ও বিনিয়োগ সংকটে নাকানি চোবানি খাওয়া তালিবান বাজেটে দেশীয় অর্থের ব্যবহারে জোর দেওয়া হয়েছে। যদিও জঙ্গি সরকারের তরফে আন্তর্জাতিকস্তরে বারবার বিদেশি সাহায্যের আহ্বান জানানো হচ্ছে। বন্ধু দেশ পাকিস্তানের সহ কোনও দেশই এই সরকারকে খাতায়কলমে কূটনৈতিক মান্যতা দিতে চায়নি

গত বছর ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় দ্বিতীয়বার আসে তালিবান। ১৯৯৬ সালে তাদের প্রথম সরকার আফগানিস্তান দখল করে, সেটি মার্কিন সেনা হামলায় পড়ে যায়। আমেরিকা অভিযান বন্ধ করে ২০২১ সালে। এরপর ফের ক্ষমতা দখল করে তালিবান।

   

সেই জঙ্গিদের সরকারের প্রথম বাজেটে বিদেশি সাহায্যের কোনো উল্লেখ নেই। এর কারণ, তালিবান সরকারের জন্য কোনও অর্থ বরাদ্দ করছে না রাষ্ট্রসংঘ। এননকি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে সবরকম বিদেশি সাহায্য বন্ধ। একে আফগানিস্তানের জন্য মারাত্মক আর্থিক ধাক্কা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

তালিবান অর্থ মন্ত্রকের মুখপাত্র আহমদ ওয়ালি হকমালের দাবি, আমরা এমন একটি বাজেট তৈরি করেছি যা বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। এটি আমাদের জন্য একটা খুব বড় অর্জন। ৫৩ দশমিক ৯ বিলিয়ন আফগান মুদ্রার এই বাজেট প্রায় সম্পূর্ণরূপে সরকারি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের জন্য তৈরি।

কী কী থাকছে তালিবান বাজেটে?
বাজেটের প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন আফগানি অর্থ ব্যয় করা হবে পরিবহন খাতে।
সরকারি কর্মচারীরা জানুয়ারির শেষে বেতন পেতে শুরু করবেন।
নারী কর্মীদের বেতন দেওয়া হবে।

রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানে মানবিক বিপর্যয় ঠেকিয়ে দেশটি পুনর্নির্মাণে তাদের ৫০০ কোটি মার্কিন ডলারের তহবিল দরকার। কে দেবে টাকা? তালিবান জঙ্গি সরকার কাতর নয়নে বিশ্বজুডে আবেদন করে চলেছে।