ISL : স্বপ্ন এখন বাস্তব, কিয়ান নাসিরি যেন লিগের পোস্টার বয়

কিছু দিন আগে শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। রয়ে গিয়েছে তার রেশ। এবারের লিগে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন অনূর্ধ্ব ২৩ ফুটবলাররা। যার মধ্যে অন্যতম এটিকে…

Isl

কিছু দিন আগে শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। রয়ে গিয়েছে তার রেশ। এবারের লিগে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন অনূর্ধ্ব ২৩ ফুটবলাররা। যার মধ্যে অন্যতম এটিকে মোহন বাগানের কিয়ান নাসিরি।

কিয়ান নাসিরির ছবি পোস্ট করে কিছু পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে। কভার ছবিতে জামশেদ পুত্রের ছবি। এবারের আইএসএল-এ ৩৮ টি গোল করেছেন অনূর্ধ্ব ২৩ ফুটবলাররা। রয়েছে ৩৪ টি অ্যাসিস্ট। নতুন ফুটবলার তুলে আনার ক্ষেত্রে এই পরাংখ্যান ‘ স্বপ্ন সত্যি হওয়ার ‘ মতো। অনূর্ধ্ব ২১ ফুটবলাররা করেছেন ১৫ টি গোল এবং ১১ টি অ্যাসিস্ট।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

২০২১-২২ মরশুমে মোট ১৪২ জন উঠতি তারকা লিগে অংশ নিয়েছিলেন। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে নেওয়া হয়েছে ৪৮৩ টা শট। শটস অন টার্গেট ১৩১। গোল হয়েছে ৩৮ টা। গোলের জন্য বল বাড়ানো হয়েছে ৩৪ বার।

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম মরশুমে এই পরিসংখ্যান ছিল অনেকটাই কম। ২০১৪ সালের টুর্নামেন্টে উঠতি ফুটবলারের সংখ্যা ছিল মাত্র ২৯। গোল হয়েছিল ১১ টা। অ্যাসিস্ট ছিল ১২ টা।