Hijazi Maher: অন্য ক্লাবের প্রস্তাব সরিয়ে হিজাজি থাকছেন ইস্টবেঙ্গলেই

শেষ হচ্ছে হিজাজি মাহের (Hijazi Maher) সংক্রান্ত জল্পনার। একাধিক ক্লাবে যাওয়ার সুযোগ তাঁর কাছে ছিল। কিন্তু তিনি ইস্টবেঙ্গলেই (East Bengal) থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সকাল…

Hijazi Maher

শেষ হচ্ছে হিজাজি মাহের (Hijazi Maher) সংক্রান্ত জল্পনার। একাধিক ক্লাবে যাওয়ার সুযোগ তাঁর কাছে ছিল। কিন্তু তিনি ইস্টবেঙ্গলেই (East Bengal) থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার সকাল থেকে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে বিভিন্ন জল্পনা শোনা যাচ্ছিল। তারই মধ্যে জানা গেল, হিজাজি মাহের ইস্টবেঙ্গলেই থাকছেন। লাল হলুদ ক্লাবের সঙ্গে নতুন চুক্তি পত্রে সই করার ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, একাধিক বর্ষের চুক্তিতে কলকাতার অন্যতম প্রধান ক্লাবে থাকতে রাজি হয়েছেন হিজাজি মাহের।

   

মরসুমের মাঝপথে হিজাজি মাহেরকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। চোট পাওয়া জর্ডন এলসের বদলে হিজাজিকে দলের সঙ্গে যুক্ত করেছিল ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রত নিজে পছন্দ করে পাকা করেছিলেন হিজাজিকে। কুয়াদ্রতের মতো অভিজ্ঞ কোচ যে প্রতিভা চিনতে ভুল করেননি সেটা বুঝতে বেশি সময় লাগেনি।

লাল হলুদ ক্লাবে যোগ দেওয়ার কয়েক দিন পর ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন হিজাজি মাহের। মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইমপ্যাক্ট। রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি আক্রমণে উঠে গিয়ে কিছু গোল করেছেন ইতিমধ্যে। সব মিলিয়ে নবাগত ফুটবলারদের মধ্যে হিজাজি হিট।

শোনা যাচ্ছিল, ইস্টবেঙ্গল ছাড়াও একাধিক ক্লাবে যাওয়ার রাস্তা হিজাজির সামনে খোলা ছিল। ফলত পরের মরসুমে তিনি লাল হলুদ ব্রিগেডে থাকবেন কি না সে ব্যাপারে জোর দিয়ে কিছু বলা যাচ্ছিল না। সঙ্গে এটাও শোনা গিয়েছিল যে ইস্টবেঙ্গল কর্তারা তাঁকে ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত বর্তমান ক্লাবের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন হিজাজি মাহের, সম্প্রতি পাওয়া আপডেট এমনটাই।