Sandeshkhali: ব্যাগ-ভর্তি বিস্ফোরক উদ্ধার করল NSG রোবট, চলছে বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া

ভোট মুখর বাংলায় বেনজির ছবি। সন্দেশখালিতে বোমা অস্ত্রের-ভাণ্ডার। উদ্ধারে রোবট। সন্দেশখালির সরবেরিয়া গ্রামে NSG টিম। রোবটকে কাজে লাগিয়ে উদ্ধার করা হয়েছে। ব্যাগ-ভর্তি বিস্ফোরক নামিয়ে ফেরে…

ভোট মুখর বাংলায় বেনজির ছবি। সন্দেশখালিতে বোমা অস্ত্রের-ভাণ্ডার। উদ্ধারে রোবট। সন্দেশখালির সরবেরিয়া গ্রামে NSG টিম। রোবটকে কাজে লাগিয়ে উদ্ধার করা হয়েছে। ব্যাগ-ভর্তি বিস্ফোরক নামিয়ে ফেরে রোবট ডিভাইস। এরপর প্রায় ২-২.৫ ঘণ্টা ধরে বোমা নিষ্ক্রিয় করছেন NSG কোমান্ডোরা। শুধু এখন নিষ্ক্রিয় হওয়ার অপেক্ষা।

শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে এনএসজি টিম আসতেই এলাকা খালি করেন কমান্ডোরা। ভেড়ির চারিদিকে ঘুরছে এই রোবোটিক ডিভাইস। আজ সরবেড়িয়া গ্রামের এক বাড়িতে প্রচুর অস্ত্রের খোঁজ মেলে। তারপর প্রায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তল্লাশি। জানা যাচ্ছে যে এদিন সিবিআই জানতে পারে যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে বিপুল অস্ত্র রয়েছে। এরপরই ওই রোবটকে আবু তালেব মোল্লার বাড়ির দিকে পাঠানো হয়। এই রোবট-গাড়িকে ‘বম্ব ডিসপোজাল রোবট’ ও বলা হয়। এই রোবট দেখতে যেন একটি ছোট ট্যাঙ্কের মতো।

শুক্রবার ছিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। উত্তরবঙ্গে ভোট চলাকালীনই সন্দেশখালি থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। এরপর নামে এনএসজি। সন্দেশখালিতে NSG নামতেই শুরু হয় শোরগোল। প্রসঙ্গত, ৩ টি শাখা রয়েছে এনএসজি-র। ৩টির মধ্যে একটি হচ্ছে বম্ব ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড। এই স্কোয়াডের টিম শাহজাহান গড়ে নামে প্রথমে। এরপর বিশেষ সেন্সর বসানো NSG-র রোবট ডিভাইসকে নামানো হয়। অনেক দূর থেকেই বোমা চিহ্নিত করতে পারদর্শী। এতে রয়েছে উন্নতমানের ক্যামেরা। আবু তালেবের বাড়ি ঢোকার কিছুক্ষণের মধ্যেই একটি ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে আসে রোবট।

বর্তমানে (প্রতিবেদন লেখার সময়) সরবেরিয়ার রাস্তা ঘিরে ফেলেছে এনএসজি। এছাড়াও একটি নির্দিষ্ট জায়গা তার দিয়ে ঘেরা হচ্ছে। সেখানে একের পর এক বালির বস্তা ফেলা হয় এবং এলাকার সমস্ত বাড়ি খালি করতে নির্দেশ দেয় NSG-র কমান্ডোরা।