ট্রান্সফার উইন্ডো (Transfer window) খোলার আগে থেকে মিলতে শুরু করেছে দল বদল সংক্রান্ত বিভিন্ন আপডেট। ইস্টবেঙ্গল এবার জিতেছে সুপার কাপ। সেই সুবাদে খেলবে আন্তর্জাতিক ম্যাচ। এবারের থেকেও ভালো দল গঠন করতে চাইছেন লাল হলুদ কর্তারা।
কার্লেস কুয়াদ্রতের হাতে পরে আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে দলের খেলা। কেটেছে ট্রফি খরা। এশিয়ান টুর্নামেন্টে এখনও দেশের অন্যতম সফল ক্লাব ইস্টবেঙ্গল। সম্প্রতি অতীতে টিম পারফরম্যান্স যতই খারাপ হোক না কেন, আন্তর্জাতিক ম্যাচ বাড়তি তাগিদ যোগাবে লাল হলুদ শিবিরে।
কলিঙ্গ সুপার কাপ জিতলেও ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায় এবারের মতো ইস্টবেঙ্গল এফসির অভিযান শেষ হয়েছে। কিন্তু লিগ ক্রম তালিকায় দলের অবস্থান নবম স্থানে। উন্নতি হয়েছে, উন্নতি করার অবকাশ আরও রয়েছে। সম্প্রতি ময়দানে শুরু হওয়া জল্পনা অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে গোল করা এক ফুটবলারকে দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল।
কে সেই ফুটবলার?
মিডফিল্ডার ভিবিন মোহনন কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে খেলেছেন। ২০২৩-২০২৪ মরসুমে ক্লাবের হয়ে ইন্ডিয়ান সুপার লিগের বেশিরভাগ ম্যাচে অংশ নিয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে ১ হাজার ৪২৪ মিনিট খেলেছেন। ১৬ টি ম্যাচের প্রথম একাদশে ছিলেন। ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে একটি গোল করেছেন এই মিডফিল্ডার। ১৩ মার্চ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে হারের ম্যাচে গোল করেছিলেন তিনি। জল্পনা, ভিবিন মোহননকে দলের নিতে আগ্রহী ইস্টবেঙ্গল ক্লাব।