ইস্টবেঙ্গল কোচের মাথা ব্যাথা বাড়াতে পারে আরও দুটো বিষয়

বিভিন্ন কারণে উল্লেখযোগ্য হয়ে রইল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ। বুধবার ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচ শেষ হয়েছে বিতর্কিতভাবে। ইস্টবেঙ্গলের পরাজয়ের…

Bengaluru FC

বিভিন্ন কারণে উল্লেখযোগ্য হয়ে রইল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ। বুধবার ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচ শেষ হয়েছে বিতর্কিতভাবে। ইস্টবেঙ্গলের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে কাঠগড়ায় তোলা হয়েছে রেফারিকে। এছাড়াও লাল হলুদ কোচ Carles Cuadrat- এর চিন্তা বাড়াতে পারে আরও একাধিক বিষয়।

চলতি মরসুমের অন্যতম সেরা ম্যাচ খেলছিল ইস্টবেঙ্গল। মহেশের অসাধারণ গোলের পরে সমর্থকরা হয়তো ধরেও নিয়েছিলেন পরপর তিন ম্যাচ থেকে আসতে চলেছে পয়েন্ট। আগের ম্যাচে জিতেছিল ইস্টবেঙ্গল, তার আগের ম্যাচে ড্র। ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম সেরা শুরু করেছিল ক্লাব। সুনীল ছেত্রীর বিতর্কিত পেনাল্টির পর তাল কাটল ম্যাচের।

   

মহেশ কিংবা পার্দরা ভালো পারফর্ম করলেও চিন্তায় রাখবে নন্দ কুমারের ফর্ম। Durand Cup-এ মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে দারুণ ফর্ম প্রদর্শন করেছিলেন তিনি। কিন্তু ক্রমে তার সেই ফর্মের গ্রাফ পড়তে শুরু করেছে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সহজ সুযোগ হাতছাড়া করেছেন। অফ সাইড নিয়মের জালে জড়িয়ে পড়েছেন শিক্ষানবিশের মতো।

একইভাবে চিন্তায় রাখছে নিশু কুমারের ফর্ম। দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় তার নাম। সেই নিশু নেই নিজের সেরা খেলার ধারেকাছে। গোল করার ক্ষেত্রে এখনো তাকিয়ে থাকতে হচ্ছে ক্লেটন সিলভার দিকে। দ্রুত ফর্মে ফিরতে হবে সিভেরিওকে।