Coaches of the Year: বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন মিরান্ডা ও পি ভি প্রিয়া

Best Coaches of the Year: গতকাল থেকেই ভারতীয় ফুটবল মহলে যথেষ্ট আলোচিত হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডার নাম। আসলে এবার নাকি ভারতীয় ফুটবল দলের দায়িত্ব পেতে চলেছেন ওডিশা এফসির এই প্রাক্তন কোচ

Best Coaches of the Year

Best Coaches of the Year: গতকাল থেকেই ভারতীয় ফুটবল মহলে যথেষ্ট আলোচিত হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডার নাম। আসলে এবার নাকি ভারতীয় ফুটবল দলের দায়িত্ব পেতে চলেছেন ওডিশা এফসির এই প্রাক্তন কোচ। বিশেষ সূত্র   মারফত জানা গিয়েছিল যে এবার নাকি এআইএফএফ এর তরফ থেকে এই কোচের উপরে ভরসা রেখেই ফুটবল জগতে উন্নতি সাধন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সেজন্যই দেশের অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব এসেছে এই মিরান্ডার কাছে। যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছুই জানাননি তিনি। তবে মনে করা হচ্ছে এই নয়া ভারতীয় দলের দায়িত্ব সামলাতে যথেষ্ট আগ্ৰহ রয়েছে ওডিশা দলের এই প্রাক্তন কোচের। তাই সব ঠিকঠাক থাকলে, ২০২৪ সালের সেপ্টেম্বরে আয়োজিত অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের কোয়ালিফায়ার খেলাই অন্যতম লক্ষ্য হতে পারে মিরান্ডার।

তবে এবার এই ভারতীয় কোচ কে ঘিরে উঠে আসল এক নয়া তথ্য। জানা গিয়েছে গত ২০২২-২৩ ফুটবল মরশুমের কথা মাথায় রেখে ছেলেদের ফুটবল পারফরম্যান্সের পাশাপাশি ক্লাব ফুটবল বলের সাফল্যের কথা মাথায় রেখে বর্ষসেরা ফুটবল কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লিফোর্ড মিরান্ডা। অন্যদিকে ভারতের মহিলা দলের ফুটবলারদের পারফরম্যান্স ও ক্লাব ফুটবলের সাফল্য সংক্রান্ত বিষয় গুলি মাথায় রেখে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন গোকুলাম কেরালা দলের কোচ পি ভি প্রিয়া।

বলাবাহুল্য, এবারের ফুটবল মরশুমের শুরুটা ওডিশা এফসির জন্য সুখকর না হলে আইএসএল মরশুম শেষ হওয়ার পর থেকেই বদলাতে শুরু করে সমস্ত কিছু। যারফলে, মিরান্ডার তত্ত্বাবধানে একাধিক হেভিওয়েট দলকে আটকে দিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয় দিয়াগো মরিসিওদের ওডিশা এফসি। অপরদিকে মহিলাদের তরফ থেকে গত মরশুমে অনবদ্য পারফরম্যান্স করে গোকুলাম কেরালা দল। শেষ মরশুমে সকলকে আটকে দিয়ে জাতীয় মহিলা লিগ চ্যাম্পিয়ন হয়েছে গোকুলাম কেরালা দল।