ডুরান্ড কাপে ব্যর্থ এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। এএফসি কাপে স্বপ্ন ভঙ্গ। এরপর ক্লাবে হুয়ান ফেরান্ডোর ভবিষ্যত কী? উঠছে প্রশ্ন।
আগামী দিনে এটিকে মোহন বাগানের হয়ে আর হয়তো দেখা যাবে না হুয়ান ফেরান্ডোকে, এমনটাই অনুমান করছেন ময়দানের একাংশ। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে বাকি আর এক মাস। তার আগে সত্যিই কি চাকরি হারাবেন বাগানের স্প্যানিশ কোচ? পক্ষে বিপক্ষে নানান মতামত রয়েছে ইতিমধ্যে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, খুব তাড়াতাড়ি হয়তো বৈঠকে বসতে পারেন এটিকে মোহন বাগানের কর্তারা। আলোচনায় উঠে আসতে পারে দলের সাম্প্রতিক পারফরম্যান্স। কোচকেও করা হতে পারে একাধিক প্রশ্ন। কারণ এবারে দল গড়া হয়েছিল এএফসি কাপের কথা মাথায় রেখে। সেখানেও পরাজয়। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হার।
জানা গিয়েছিল, কোচের কথা মতো এবারের দল গড়া হয়েছে। তৃণমূল স্তর থেকে ফুটবলার বাছাই করার ব্যাপারেও দায়িত্ব দেওয়া হয়েছে হুয়ানকে। তাই এখনই তাঁর চাকরি যাওয়ার সম্ভাবনা নেই বলেই ফুটবল মহলের অনেকে মনে করছেন। তবে প্রশ্নের মুখে হয়তো তাঁকে পড়তে হতে পারে। এখন দেখার পূর্ণ শক্তির দল তৈরি হওয়ার পর বাগান কেমন পারফরম্যান্স মেলে ধরতে পারে।