Mohun Bagan SG: বড় সম্মান পেলেন মোহনবাগানের হাতছাড়া হওয়া ফুটবলার

নিজের নামের প্রতি সুবিচার করলে আকাশ মিশ্রা (Akash Mishra)। ট্রান্সফার মার্কেটে ঝড় তোলার পর জিতলেন ২০২২-২৩ মরসুমের পুরুষদের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

akash mishra

নিজের নামের প্রতি সুবিচার করলে আকাশ মিশ্রা (Akash Mishra)। ট্রান্সফার মার্কেটে ঝড় তোলার পর জিতলেন ২০২২-২৩ মরসুমের পুরুষদের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে আকাশকে এই সম্মানের জন্য বিবেচনা করা হয়েছে।

সম্প্রতি মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার। শোনা গিয়েছিল, আকাশকে দলে নেওয়ার দৌড়ে ছিল মোহনবাগান। শেষ পর্যন্ত তিনি গিয়েছেন মহানগরীতে। দীর্ঘ মেয়াদী চুক্তি এবং অর্থের বিনিময়ে মুম্বই সিটির সঙ্গে হয়েছে চুক্তি। তাকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। এর আগে হায়দরাবাদ এফসির হয়ে আরও স্বপ্নের ফর্মে ছিলেন তিনি। হিরো আইএসএল মরসুম জুড়ে দলকে দশটি ক্লিন শিট রাখতে সহায়তা করার ক্ষেত্রে আকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গত মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে ২৫ টি ম্যাচ খেলেছিলেন এবং একটি গোলও করেছিলেন।

   

তরুণ এই ভারতীয় ফুটবলার আদপে রক্ষণভাগের ফুটবলার হলেও আক্রমণাত্মক দক্ষতা প্রদর্শন করে উঠে এসেছিলেন সংবাদ শিরোনামে। রক্ষণ এবং আক্রমণ, দুই বিভাগই সামলাতে পারেন তিনি। মাত্র এক বছরের মধ্যে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়ে উঠেছেন আকাশ মিশ্রা। এই ডিফেন্ডার গত মরসুমে ভারতের হয়ে দশটি ম্যাচে অংশ নিয়েছিলেন, যার মধ্যে ছয়টি ম্যাচে ক্লিন শিট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই খেতাবের ফলে আকাশ এখন সন্দেশ ঝিঙ্গান এবং প্রীতম কোটালের সাথে তৃতীয় ডিফেন্ডার হিসাবে এই মর্যাদাপূর্ণ পুরষ্কার পেয়েছেন।