মোহনবাগানে যাওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গলের তরুণ এই ফুটবলারের

AIFF ইয়ুথ আকাদেমি থেকে উঠে আসা ডিফেন্ডার মহম্মদ রাকিপকে (Mohammad Rakip) হারাতে পারে ইস্টবেঙ্গল এফসি (East Bengal )। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মণিপুরের এই ফুটবলারের…

Defender Mohamad Rakip

AIFF ইয়ুথ আকাদেমি থেকে উঠে আসা ডিফেন্ডার মহম্মদ রাকিপকে (Mohammad Rakip) হারাতে পারে ইস্টবেঙ্গল এফসি (East Bengal )। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মণিপুরের এই ফুটবলারের কাছে ইতিমধ্যেই মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি সঙ্গে ATK মোহনবাগানের অফার রয়েছে।

ভারতীয় অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ দলে খেলা রাকিপ লাল হলুদ জার্সি গায়ে চলতি ২০২২-২৩ আইএসএল সেশনে এখন একটি ম্যাচও খেলেনি। ফলে স্বভাবতই হতাশ ২২ বছরের এই প্রতিভাবান ফুটবলার। তাই আইএসএল খেলা তিন ক্লাব দলের অফার নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে ফুটবলার রাকিপ।

বিশ্বস্ত সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রথম একাদশে ATKমোহনবাগানে জায়গা পাওয়া নিয়ে কড়া চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে ডিফেন্ডার রাকিপের।তাই মনে করা হচ্ছে, মুম্বই অথবা বিএফসি দলে যেতে পারে ফুটবলার মহম্মদ রাকিপ। সূত্রে এও জানা গিয়েছে, রাকিপ মনে করে যেখানে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন, পারফর্ম করার স্পেস খুবই কম সেই দলে থেকে সময় নষ্ট করার অর্থ ফুটবল কেরিয়ারকে ঝুলিয়ে রাখা। তাই মাঠে নেমে পারফর্ম করা যাবে এমন দলেই ট্রান্সফার সেশনের হাত ধরে এগোনো উচিত।

প্রসঙ্গত, ডুরান্ড কাপে বল পায়ে মহম্মদ রাকিপকে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছিল। ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত রাকিপের সঙ্গে লাল হলুদ শিবিরের চুক্তি রয়েছে।