Sikkim: বিধ্বংস্ত সিকিমের পাশে এবার বাইচুং ভুটিয়া

গত কয়েকদিন আগেই ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী থেকেছে সিকিম (Sikkim)। বাঁধ ভেঙে যাওয়ার দরুন ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় পাহাড়ের বাসিন্দাদের। ভেঙেছে বহু রাস্তা। উজাড় হয়ে…

Bhaichung Bhutia

গত কয়েকদিন আগেই ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী থেকেছে সিকিম (Sikkim)। বাঁধ ভেঙে যাওয়ার দরুন ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় পাহাড়ের বাসিন্দাদের। ভেঙেছে বহু রাস্তা। উজাড় হয়ে গিয়েছে একের পর এক গ্রাম। মারা যাওয়ার পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সিকিমের পাশে এসে দাঁড়ালেন পাহাড়ি বিছে। তথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। বলা যায় এক হাটু কাঁদা জলের মধ্যে নেমে হাতে হাত লাগিয়ে সিকিমের ছন্দ ফেরাতে এগিয়ে এলেন এই তারকা।

বিশেষজ্ঞদের একাংশের মতে তিস্তা নদীর গতিপথ আটকে দিয়ে একাধিক বাঁধ নির্মাণের জন্য এমন সমস্যা দেখা দিয়েছে। যারফলে, এই ভয়াবহ পরিনতি দেখা দিয়েছে। বর্তমানে সিকিমকে স্বাভাবিক ছন্দে ফেরানোই একমাত্র লক্ষ্য সকলের। এক্ষেত্রে ভারতীয় সেনার সাহায্য নিয়ে আটকে থাকা মানুষদের নিরাপদে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে।

পাশাপাশি ত্রানবিলির দিকেও নজর দেওয়া হয়েছে। তবে কাঁদা মাটির আস্তরণে এখনো ঢেকে রয়েছে সিকিমের বহু অংশ। যার নীচে রয়েছে বহু বাড়ি, গাড়ি সহ সমস্ত কিছু। এখন সেই মাটি সরিয়ে উদ্ধার কার্য চালাতে তৎপর সকলে। সেই কাজেই এবার নেমে পড়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

নীল গেঞ্জি সহ হাতে গ্লাভস ও পায়ে গামবুট পড়ে এবার কাজে নেমে পড়েছেন এই তারকা। কাজ করছেন যথেষ্ট তৎপরতার সাথে। যা সহজেই মন কেড়েছে নেটিজেনদের। এখন স্বাভাবিক ছন্দে ফেরাই একমাত্র লক্ষ্য সিকিমের।