Test Tube Baby: টেস্ট টিউব বেবি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ডাক্তারের

সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা অনেক মহিলাদের থাকে না। শারীরিক বিভিন্ন সমস্যা থাকে। তাই সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি নেওয়া হয় এক অন্যতম পথ। তবে এবার…

সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা অনেক মহিলাদের থাকে না। শারীরিক বিভিন্ন সমস্যা থাকে। তাই সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি নেওয়া হয় এক অন্যতম পথ। তবে এবার টেস্ট টিউব বেবির প্রলোভন দেখিয়ে দুই সন্তানহীনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কিশনগঞ্জের এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কিশনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কিশনগঞ্জ শহরের হাসপাতাল রোডের এক আইভিএফ সেন্টারে ঘটেছে এই প্রতারণার ঘটনা। অভিযুক্ত মহিলা চিকিৎসকের নাম তারাশ্বেতা আর্য। জানা গিয়েছে, কিশনগঞ্জ থানা এলাকার বেলুয়ার বাসিন্দা এক দম্পতির বিয়ের নয় বছর পরেও সন্তান না হওয়ায় কিশনগঞ্জের হাসপাতাল রোডের আইবিএফ সেন্টারে গিয়েছিলেন সন্তানের আশায়। সেই সেন্টারের চিকিৎসক ডাঃ তারাশ্বেতা তাঁদের টেস্ট টিউব বেবি নেওয়ার পরামর্শ দেন। খুশি খুশি সেই প্রস্তাবে রাজি হয়ে যান দম্পতি। টেস্ট টিউব বেবির জন্য চিকিৎসক তাঁদের সঙ্গে ৫ লক্ষ টাকার কথা হলেও পরে বিভিন্ন কারণ দেখিয়ে মোট ৮ লক্ষ টাকা নিয়ে নেন বলে অভিযোগ।

অন্যদিকে গত ৫ সেপ্টেম্বর ফের দম্পতির কাছ থেকে আইভিএফ সেন্টারের নামে দেড় লক্ষ টাকা দাবি করেন চিকিৎসক তারাশ্বেতা। সেই টাকাও তারা প্রদান করেন সেন্টারকে। পরবর্তীতে আইভিএফ সেন্টার থেকে তাঁদের জানানো হয় গর্ভধারণ করেছেন সন্তানহীনা মহিলা। এর জন্য আরও বেশ কিছু টেস্টের প্রয়োজন। সেই সুবাদে আরও ৯০ হাজার টাকা দাবি করে ওই প্রতারক ডাক্তার। মহিলা আদৌ গর্ভধারণ করেছেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য অন্য জায়গায় আলট্রা সোনোগ্রাফি করেন ওই পরিবার। সেখান থেকে তাঁদের জানানো হয় মহিলার গর্ভে কোনও সন্তান নেই। সেই রিপোর্ট নিয়ে দম্পতি যান চিকিৎসক তারাশ্বেতার কাছে। তখন উনি বলেন ‘আইভিএফ ফেল হয়ে গেছে। আমি আবার চেষ্টা করব। তবে এই বাবদ আরও পাঁচ লাখ টাকা দিতে হবে’। এরপরই দম্পতি জানিয়ে দেন আর কোনও টাকা তারা দিতে পারবেন না। এরপরই চিকিৎসক তারাশ্বেতা আইভিএফ সেন্টারের নিরাপত্তারক্ষীদের দিয়ে বলপূর্বক দুজনকে বের করে দেন বলেও অভিযোগ করেন দম্পতি।

এটাই প্রথমবার নয়, টেস্ট টিউব বেবি দেওয়ার নাম করে কোচাধামন এলাকায় হিম্মতনগরের বাসিন্দা আরও অনেক দম্পতির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন বলেও অভিযোগ উঠেছে চিকিৎসক তারাশ্বেতার বিরুদ্ধে। এই দম্পতির কাছ থেকে ১১ লক্ষ টাকা প্রতারনা করেছেন বলে অভিযোগ। এই দুটি ঘটনাতেই অভিযোগ দায়ের হয়েছে কিশনগঞ্জ ও কোচাধামন থানায়। এই দুই দম্পতি বিচারের আশায় শরণাপন্ন হয়েছেন কিশনগঞ্জ পুলিশ সুপার ডঃ এনামুল হকের।