World Cup 2023: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের সুবিধা করে দিল নেদারল্যান্ডস

পরপর দুই ম্যাচ জিতে বিশ্বকাপ ২০২৩ এ (World Cup 2023) সাড়া ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলেই চলে যেতে পারত ক্রম তালিকার শীর্ষে।…

World Cup 2023:

পরপর দুই ম্যাচ জিতে বিশ্বকাপ ২০২৩ এ (World Cup 2023) সাড়া ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলেই চলে যেতে পারত ক্রম তালিকার শীর্ষে। বিস্ময়করভাবে ডাচদের বিরুদ্ধে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল নেদারল্যান্ডস।

নিউজিল্যান্ড, ভারতের পাশাপাশি ধারাবাহিকভাবে জয় পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড এবং ভারতের থেকে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ছিল অনেকটা বেশি। সেহেতু এদিনের ম্যাচ জিতলে ভারতকে সরিয়ে এক নম্বর জায়গা দখল করতে পারত তারা। কিন্তু সেটা হল না। হঠাৎ ছন্দ পতন।

ধর্মশালার মাঠে কোনো দলই দারুণ ব্যাটিং পারফরম্যান্স মেলে ধরতে পারেনি এদিন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে আট উইকেটের বিনিময়ে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার হয়ে এনগিদি, জেন্সেন, রাবাদা নিয়েছেন দুটি করে উইকেট। নেদারল্যান্ডসের হয়ে বড় রান পেয়েছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার ভরাডুবি। গড়ে ওঠেনি বড় কোনো পার্টনারশিপ। ছয় নম্বরে নেমে ডেভিড মিলার (৪৩) এবং নয় নম্বরে ব্যাট করতে নেমে কেশব মহারাজ (৪০) কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন লোগান ভ্যান বিক। ৩৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস।