দুর্গা পুজোর উন্মাদনা অনেক আগে থেকেই ছিল শহরবাসীর মধ্যে। তবে গত পড়শু থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে সাম্বা জ্বর। যা নিয়ে কাবু গোটা শহর। প্রথমদিন একটি ফুটবল অ্যাকাডেমি থেকে শুরু করে পরবর্তীতে আহেরিটোলা ও লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসেছিলেন রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaúcho)।
তারপর আজ সেন্ট জেভিয়ার্সের পর মহেশ তলায় বাটা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তিনি। এই ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ানকে স্বাগত জানাতে সাধারণ মানুষের ঢল ও নেমেছিল চোখে পড়ার মতো। বলতে গেলে শুরু থেকেই কানায় কানায় পূর্ন ছিল গোটা স্টেডিয়াম। মূলত ডায়মন্ডহারবার এফসির সাথে সুজিত বসুর ক্লাবের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচকে কেন্দ্র করে ঠিক করা হয়েছিল গোটা স্টেডিয়াম। প্রথম দিকে মাঠে ঢুকেই দুই দলের ফুটবলারদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।
এর ঠিক কিছুক্ষণ পরেই জাতীয় সঙ্গীত পর্ব মিটিয়ে শুরু হয় সেই ফুটবল ম্যাচ। সেখানেও থাকে চমক। রোনাল্ডিনহোকে সম্মান জানিয়ে বাজানো হয় ব্রাজিলের জাতীয় সঙ্গীত। যা নিয়ে খুশি এই তারকা ফুটবলার। এরপর ভারতীয়দের মধ্যে ফুটবল এই উন্মাদনা দেখে দোভাষীর মাধ্যমে ডিনো বলেন, “আপনাদের মধ্যে ফুটবল নিয়ে এতো উন্মাদনা দেখে আমি যথেষ্ট খুশি।এছাড়াও এখানকার ফুটবল অনুরাগীদের মধ্যে ব্রাজিল নিয়ে এই উন্মাদনা আমার মন কেড়েছে। শেষে বলেন, কলকাতা আমি তোমায় ভালোবাসি।”
যা শুনে খুশি সকলেই। এবার তার ডেস্টিনেশন রিষড়া। সেখান থেকে রাতের দিকে একটি বিশেষ ডিনারে কলকাতার অভিজাত ব্যক্তিবর্গের সঙ্গে অংশগ্রহণ করার পর আগামীকাল অর্থাৎ বুধবার বিমান ধরে চলে যাবেন বাংলাদেশ।