মমতা মেঘালয় থেকে ফিরতেই বিরাট বিপর্যয়, বিজেপিতে যোগ চার বিধায়কের

আগামী বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। সেকারণেই সম্প্রতি মেঘালয় সফর করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেরাজ্যে বিরোধী আসনে থাকা তৃণমূলের ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা দেখে…

MLA's from Meghalaya switch over to BJP

আগামী বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। সেকারণেই সম্প্রতি মেঘালয় সফর করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেরাজ্যে বিরোধী আসনে থাকা তৃণমূলের ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা দেখে একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। মমতা ফিরতেই বিরাট বিপর্যয় তৃণমূলে। বিজেপিতে যোগদান করলেন এইচ এম শাংপলিং।

এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন চার বিধায়ক। এর মধ্যে দুই জন এনপিপির বিধায়ক রয়েছেন। রয়েছেন একজন নির্দল বিধায়ক। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বিরাট ধাক্কা বিরোধী শিবিরগুলির জন্য।

   

গতকাল মেঘালয়ে একাধিক কর্মসূচি সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের উন্নয়ন অতুলনীয়। মেঘালয়েও আমরা সব উন্নয়নমূলক প্রকল্প চালু করব। স্বাস্থ্যসাথীতে বাংলার মানুষজনের খুব উপকার হয়েছে। এখানে ক্ষমতায় এলে চালু হবে স্বাস্থ্যসাথী। আপনারাও সহজে ভাল চিকিৎসা পরিষেবা পাবেন। একইসঙ্গে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো মেঘালয়ে উই কার্ড চালু হওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

বিজেপির উদ্দেশ্যে মমতার মন্তব্য, কেন সারাবছর কোনও কাজ করে না? শুধু ভোটের সময়েই মনে পড়ে? আমি বলছি, বিজেপি ছড়ানো টাকা নেবেন না। ডবল ইঞ্জিন সরকার বললেও মেঘালয়কে কেন অবহেলা করছে কেন্দ্র? এখানে তো বিজেপির সহযোগীরাই সরকারে আছে। আমি বলছি, মেঘালয়ে পরিবর্তন আসন্ন, নতুন সূর্য উঠবে।

মঙ্গলবার শিলংয়ে দেখা করেন মুকরো সীমান্তে নিহতদের পরিবারের সঙ্গে। অসম পুলিশের হাতে নিহত পাঁচ পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে তুলে দেন তিনি। নিজের ভঙ্গিতে বঝানোর চেষ্টা করলেন তিনি মেঘালয়ের মানুষের জন্য রয়েছেন।

গত বছরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন ১২ জন বিধায়ক। বিরোধী আসনে সংখ্যা গরিষ্ঠতা পায় তৃণমূল। দলের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন শাপলিং। এখন মেঘালয়ে ক্ষমতা বদলের লড়াইয়ে নেমে বিরাট তোড়জোড় শুরু করেছে ঘাসফুল শিবির।