World Test Championship : ভারতের সামনে তিন দেশের কঠিন চ্যালেঞ্জ

বিশ্ব টেস্ট চ্যাম্পি়নশিপের (World Test Championship) গতবারের ফাইনালিস্ট ভারত (India)। আগামী দিনে দলের সামনে রয়েছে তিন দেশের চ্যালেঞ্জ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। খেতাব…

বিশ্ব টেস্ট চ্যাম্পি়নশিপের (World Test Championship) গতবারের ফাইনালিস্ট ভারত (India)। আগামী দিনে দলের সামনে রয়েছে তিন দেশের চ্যালেঞ্জ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। খেতাব জয়ের রাস্তা মসৃণ করতে এই তিন দেশের হার্ডল আগে টপকাতে হবে টিম ইন্ডিয়াকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করেছিল ভারত। ২-১ ব্যবধানে এগিয়ে ছিল দল (আগস্ট – সেপ্টেম্বর, ২০২১)। তবে সেই টেস্ট সিরিজ এখনও অসম্পূর্ণ। বাকি রয়েছে একটি ম্যাচ। বাইরের মাঠে এই একটি ম্যাচ খেলতে যাবে ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সম্পূর্ণ করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট। চার ম্যাচের সিরিজ অবশ্য ভারতের ঘরের মাঠে। তাই হোম অ্যাডভান্টেজ পাবে রোহিত শর্মার দল। বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর দায়িত্ব নিয়েছে রোহিত শর্মা। শুরুটা করেছেন হাসি মুখে। অস্ট্রেলিয়ায় বিরুদ্ধেও ভালো কিছু করে দেখাতে মরিয়া হবে টিম ইন্ডিয়া।

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার পর ভারতের সামনে থাকবে বাংলাদেশের বাধা। অ্যাওয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট দলের জার্সিতে ভারতের হয়ে ভালো পারফর্ম করেছিলেন জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত তিনিই বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপ ২৩ এর সর্বোচ্চ উইকেট শিকারি।