Tiyasha: নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে ‘কৃষ্ণকলি’

ঘরের মেয়ে ফিরছে ঘরে। নতুন রূপে নতুন নামে। সন্ধ্যা নামলে আরও একবার ঘরে ঘরে রাজত্ব করবে তিয়াসা ওরফে সকলের প্রিয় কৃষ্ণকলি (Tiyasha)। টেলিপাড়ার খবর, নতুন…

Tiyasha

ঘরের মেয়ে ফিরছে ঘরে। নতুন রূপে নতুন নামে। সন্ধ্যা নামলে আরও একবার ঘরে ঘরে রাজত্ব করবে তিয়াসা ওরফে সকলের প্রিয় কৃষ্ণকলি (Tiyasha)। টেলিপাড়ার খবর, নতুন ধারাবাহিক দিয়ে ছোটপর্দার ফিরছে শ্যামা ।

‘টেন্ট সিনেমা’র নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তিয়াসা রায়কে। বিপরীতে তিয়াসার নায়কের নাম এখনও ফাইনাল হয়নি। তবে শোনা যাচ্ছে, অভিনেত্রীর বিপরীতে কোনও জনপ্রিয় মুখ বেছে নেওয়া হবে। যদিও সিরিয়ালের নাম কী হবে আর কোন স্লটে দেখানো হবে তা চ্যানেলের তরফে কিছু জানানো হয়নি। তবে, জানা গিয়েছে এই মেগার গল্প থাকবে পুরো নারী কেন্দ্রিক।

   

মাত্র ৫ মাসে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল

মাঝে জি-বাংলায় রান্নাঘরে সুদীপা’র অনুপস্থিতে সময় তাকে হোস্ট হিসাবে পেয়েছিলেন দর্শক। তবে, এবার খুশির খবর নতুন ধারাবাহিক নিয়ে টিভির পর্দায় কামব্যাক করছেন তিয়াসা রায়। এবার জি-বাংলা নয় বরং স্টার জলসার হাত ধরে ফিরছেন অভিনেত্রী (Tiyasha)। এর আগে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে সুস্মিতা দে’র স্টার জলসার নতুন ধারাবাহিকের খবর সামনে আসে।

স্কুল শেষ হওয়ার পরও বাড়িতেই আসতে চাইছিল না: শুভশ্রী

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। ( Tiyasha ) ‘কৃষ্ণকলি’র হাত ধরেই তার অভিনয় জগতে হাতেখড়ি হয়। প্রথম সিরিয়ালে তার অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল ছোটপর্দার দর্শকদের। ধারাবাহিক শেষ হওয়ার পর বেজায় মন খারাপ ছিল অনুরাগীদের। এবার অবসান হতে সেই দুঃখের।