চোটের জেরে নেইমারকে নিয়ে বিশেষ সিদ্ধান্ত আল হিলালের

গত মাসের মাঝামাঝি সময় ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পরাজিত হতে হয়েছে ব্রাজিলকে। আর সেই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেই এসিএল ছিঁড়ে যায়…

Neymar's Injury

গত মাসের মাঝামাঝি সময় ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পরাজিত হতে হয়েছে ব্রাজিলকে। আর সেই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেই এসিএল ছিঁড়ে যায় নেইমার জুনিয়রের। সেজন্য, আপাতত বেশকিছু মাস মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ফুটবলারকে। সেই ম্যাচে পরাজিত হওয়ার দরুণ দরফলে কাঁদত কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় এই তারকাকে।

সেই সঙ্গে যুক্ত হয়েছে চোটের সমস্যা। পরবর্তীতে, নেইমারের বর্তমান ক্লাব তথা আল হিলালের তরফ থেকে জানানো হয় যে, গত উরুগুয়ে ম্যাচে গুরুতর চোট পাওয়ার দরুন আপাতত ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। যা নিয়ে হতাশ ছিল সকলেই। আফশোস দেখা দেখা দিয়েছে সকলের মধ্যে।

বিশেষ করে মুম্বাই দলের ফুটবলারদের মধ্যে। আসলে, নেইমার জুনিয়রের মতো ফুটবলারের বিপক্ষে খেলার সুযোগ হাতছাড়া করতে কষ্ট ছিল সকলের। রাজি হবেন না কেউ। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। যারফলে, কিছুটা হলেও হতাশা রয়ে গিয়েছে সকলের মধ্যে। কিন্তু ইচ্ছে থাকলে ও উপায় ছিল না। যারফলে, আল হিলালের বাকি ফুটবলারদের সাথে খেলার সৌভাগ্য হলেও ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান কে কাছে পাননি কেউ। সেই আক্ষেপ এখনো তাড়া করে বেরোয় সকলের।

এসবের মাঝেই এবার নেইমার জুনিয়রকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল সৌদির ক্লাব আল হিলাল। শোনা গিয়েছে, নেইমারের চোটের কথা মাথায় রেখে এবার তার রেজিস্ট্রেশন বাতিল করতে চলেছে আল হিলাল। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে উরুগুয়ে ম্যাচে বড়সড় চোট পান এই তারকা। যারফলে, আপাতত নয় মাস মাঠের বাইরে থাকতে হবে এই তারকাকে। সব ঠিকঠাক থাকলে আগামী মরশুম থেকে সৌদি দলে যোগ দেবেন নেইমার।